Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Royal Enfield এর থেকেও বেশি দামদার Honda কোম্পানির এই নতুন বাইক, জানুন ফিচার এবং দাম

ভারতের এমন কিছু প্রিমিয়াম বাইক কোম্পানি রয়েছে যারা মাঝেমধ্যেই দুর্দান্ত কিছু বাইক নিয়ে ভারতীয় জনতার সামনে আসে। এই সমস্ত বাইকের মধ্যে পাওয়া যায় দুর্দান্ত ইঞ্জিন এবং দুর্দান্ত কিছু আধুনিক ফিচার।…

Avatar

ভারতের এমন কিছু প্রিমিয়াম বাইক কোম্পানি রয়েছে যারা মাঝেমধ্যেই দুর্দান্ত কিছু বাইক নিয়ে ভারতীয় জনতার সামনে আসে। এই সমস্ত বাইকের মধ্যে পাওয়া যায় দুর্দান্ত ইঞ্জিন এবং দুর্দান্ত কিছু আধুনিক ফিচার। আজকে আমরা আমাদের রিপোর্টে আপনাকে জানাবো একটি অত্যন্ত জনপ্রিয় বাইক হন্ডা CB 350 RS এর ব্যাপারে। এই বাইকটি কিছুদিন আগেই লঞ্চ হয়েছে এবং লঞ্চ হওয়ার সাথে সাথেই ভারতে অত্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছে হোন্ডা কোম্পানির এই বাইকটি। আজকে এই বাইকের ব্যাপারেই হবে কথা।

আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় বাজারে যে সমস্ত প্রিমিয়াম বাইক রয়েছে তাদের মধ্যে সব থেকে আকর্ষণীয় বাইকগুলির মধ্যে একটি হল রয়েল এনফিল্ড। কিন্তু এই রয়েল এনফিল্ডের থেকেও দমদার এবং মাইলেজের দিক থেকে অনেকটাই বেশি এই হন্ডা CB 350 RS। এই বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন নানা ধরনের আধুনিক ফিচার এবং তার সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন দারুন মাইলেজ। যদি আপনি এই বাইক কিনতে চান তাহলে এই আর্টিকেল থেকে আপনারা এই বাইকের ব্যাপারে সমস্ত তথ্য পেয়ে যাবেন এবং জানতে পারবেন এই বাইকের দাম কত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনাদের জানিয়ে রাখি HONDA কোম্পানির এই বাইক ভারতের সবথেকে জনপ্রিয় প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলির মধ্যে একটি। দুটি ভেরিয়েটের সঙ্গে বাজারে এই বাইকটি লঞ্চ করেছে হণ্ডা কোম্পানিটি। এই বাইকের স্পোর্টি লুক দেখে সকলেই অত্যন্ত আপ্লুত হয়েছেন এবং সকলেই বেশ পছন্দ করছেন এই বাইকটিকে। এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন ৩৪৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। তার সাথেই থাকছে এয়ার কুল ফুয়েল ইনজেক্টটেড টেকনিক। এই ইঞ্জিনটি ২১.০৭ পিএস পাওয়ারে ৩০ নিউটন মিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। কোম্পানির তরফ থেকে এই বাইকের সাথে ইঞ্জিন অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাস এবং ফাইভ স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। এই বাইকের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক ব্রেকিং সিস্টেম এবং দুর্দান্ত সাসপেনশন ফিচার।

এই বাইকটি আপনারা অল এলইডি লাইটিং সিস্টেম এর সাথে পাচ্ছেন। এছাড়াও রিয়েল টাইম এভারেজ, ট্রাকশন কন্ট্রোল, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টার্ন বাই টার্ন নেভিগেশন, ইউএসবি চার্জিং পোর্টের মতো বেশ কিছু ফিচার আপনারা পাচ্ছেন। এই বাইকটিকে আরো আকর্ষণীয় করার জন্য কোম্পানির তরফ থেকে এই বাইকে মাসকুলার লুক দেওয়া হয়েছে। এই বাইকটির দাম মোটামুটি ২.০৩ লক্ষ টাকা (এক্স শোরুম প্রাইস)। পাশাপাশি এই বাইকের টপ ভেরিয়েন্টের এক্স শোরুম প্রাইস ২.০৪ লক্ষ টাকার কাছাকাছি। একটু প্রিমিয়াম ভেরিয়েন্টের সমস্ত বাইকের সঙ্গে মোকাবিলা হবে হণ্ডা কোম্পানির এই নতুন বাইকের।

About Author