ভারতের সোনা রুপোর বাজারে বেশ কিছুদিন ধরেই দাম হেরফের হতে শুরু করেছিল। যদি এ মাসের কথা বলা যায় তাহলে, এই মাসে সোনার দাম গত মাসে থেকে অনেকটা সস্তা চলছে। আজ অর্থাৎ বুধবার সকালে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৩২০ টাকা কমে গিয়েছে। অন্যদিকে যদি রুপোর দামের দিকে নজর দেন তাহলে প্রতি কিলো গ্রামে রুপোর দাম কম হয়েছে ৪০০ টাকা করে। গুড রিটার্নস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ভারতে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের ৪৬ হাজার ৫৮০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫০,৭৮০ টাকা।
চেন্নাই, মুম্বাই, দিল্লি, কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কেরালা, পুনে, লখনও, আমেদাবাদ সহ ভারতের একাধিক রাজ্যে দাম কিছুটা এরকম ভাবেই চলছে। যদি কলকাতার ব্যাপারে বলতে হয় তাহলে এই মুহূর্তে কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে রয়েছে ৪৬ হাজার ২০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৫০,৪০০ টাকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপুজোর ঠিক আগের দিকেই এরকম ভাবে দাম কমতে শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ। অনেকে মনে করছেন এই দাম আরো কমবে। বিশেষজ্ঞদের ধারণা পুজোর সিজন শুরু হবার সাথে সাথে এই দাম কিছুটা কমতে পারে। সেই সময় আপনারা মনের মতো করে সোনা কিনতে পারবেন বলে মনে করছেন স্বর্ণ ব্যবসায়ীরা।