Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিপুল ভোটে জয়, ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু

অংকের হিসাব মেনেই এবার এল প্রত্যাশিত জয়। সব থেকে কাছের প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে পরাজিত করে দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আদিবাসী সম্প্রদায়ের নাগরিক দ্রৌপদী মুর্মু। বিজেপি মনোনীত এই…

Avatar

অংকের হিসাব মেনেই এবার এল প্রত্যাশিত জয়। সব থেকে কাছের প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে পরাজিত করে দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আদিবাসী সম্প্রদায়ের নাগরিক দ্রৌপদী মুর্মু। বিজেপি মনোনীত এই প্রার্থীর জয়লাভে রীতিমতো উচ্ছ্বসিত দল। তিনি হতে চলেছেন আদিবাসী সম্প্রদায়ের প্রথম নাগরিক যিনি কিনা রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে শুরু হয়েছিল ভোট গণনা। মোটামুটি সকালে পরিষ্কার হয়ে গিয়েছিল, জিতবেন দ্রৌপদী। বাকিটা ছিল শুধু সময়ের অপেক্ষা।

গত সোমবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দেশজুড়ে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়েছিল। ভোট দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে দেশের প্রত্যেক সাংসদ। তারই ফল বেরিয়েছে আজ একুশে জুলাই। এখন রাষ্ট্রপতি পদে রয়েছেন দেশের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার মেয়াদ শেষ হতে চলেছে আগামী ২৪ জুলাই। তারপরের দিন অর্থাৎ ২৫ জুলাই শপথ গ্রহণ করবেন দ্রৌপদী মুর্মু।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দ্রৌপদিকে ৫৪০ জন সাংসদ ভোট দিয়েছেন এবং তার ভিত্তিতে দ্রৌপদীর প্রাপ্য ভোটের ভ্যালু দাঁড়িয়েছে ৩,৭৮,০০০। অন্যদিকে যশবন্ত সিনহা পেয়েছেন ২০৮ জন সাংসদের সমর্থন। সেই ভিত্তিতে যশবন্ত সিনহার প্রাপ্য ভোটের ভ্যালু ১,৪৫,৬০০। অন্যদিকে ১৫ টি ভোট অবৈধ বলে ঘোষিত হয়েছে। এর ফলে প্রথম রাউন্ডেই অনেকটা এগিয়ে গিয়েছিলেন দ্রৌপদী মুর্মু। তারপর ধীরে ধীরে ব্যবধান বৃদ্ধি করে অবশেষে জয়লাভ করলেন তিনি। জয়ের পর দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের যে সমস্ত সংসদ এবং বিধায়করা দ্রৌপদীকে সমর্থন জানিয়েছিলেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

About Author