Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ক্ষমতা থাকলে প্রমাণ প্রকাশ্যে নিয়ে আসুন, মমতাকে পাল্টা চ্যালেঞ্জ করলেন সুজন চক্রবর্তী

ক্ষমতা থাকলে সিপিএমের বিরুদ্ধে ওনার কাছে যা প্রমাণ আছে সেসব নিয়ে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাই এর মঞ্চ থেকে সিপিএমের বিরুদ্ধে করা আক্রমণের তীব্র প্রতিবাদ করতে গিয়ে এইভাবেই আক্রমণ করলেন…

Avatar

ক্ষমতা থাকলে সিপিএমের বিরুদ্ধে ওনার কাছে যা প্রমাণ আছে সেসব নিয়ে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাই এর মঞ্চ থেকে সিপিএমের বিরুদ্ধে করা আক্রমণের তীব্র প্রতিবাদ করতে গিয়ে এইভাবেই আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তার পাশাপাশি মমতাকে দিন মিথ্যাবাদী বলেন সুজন। এদিন সুজন চক্রবর্তী বললেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিটি পদে পদে হেরে গেছেন, আজকে একটা সেলফ ডিফেন্সের জন্য চেষ্টা করছেন। প্রত্যেকটি ভুল, অসত্য এবং মিথ্যা। শুরু থেকে শেষ পর্যন্ত ওনাকে সিপিএমকে আক্রমণ করতে হলো কেন? এর আগে তো সিপিএমকে চোখে দেখতে পারছিলেন না।”

মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে সুজন চক্রবর্তী বললেন, “আপনি তো বলছেন, সিপিএমের আমলে চিরকুটে চাকরি হতো। তাহলে সে চিরকুট আপনার কাছে আছে। আমি চ্যালেঞ্জ করছি সেই চিরকুট বের করুন। চাকরি করা বিক্রি করছে তৃণমূল কর্মীদের কাছে খোঁজ নিন। সিপিএমের বিরুদ্ধে চাকরির বিক্রির যে অভিযোগ করছেন সেটা সম্পূর্ণ মিথ্যা। মিথ্যাচার ছাড়া উনি কিছুই করতে পারেন না।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন সিপিএমের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিপিএমের আমলে চাকরি হয়েছিল? আমি অনেকের কাছে শুনেছি, ১০ থেকে ১৫ লক্ষ টাকায় এক একটি টিচারির চাকরি বিক্রি হত। নাম বলে ছোট করতে পারিনা। সিপিএমের একটা কাগজ আছে। তার যত রিপোর্টার রয়েছে, তাদের স্ত্রীরা টিচারের চাকরি পেয়েছিল। তাহলে এই চাকরি পেয়েছিল কি করে? কোয়ালিটিতে পেয়েছিল? নাকি ক্রেডিবিলিটিতে পেয়েছিল? না নাম্বারে পেয়েছিল? ছেলেরা পার্টি করবে আর বউরা চাকরি করবে, এভাবেই এই সমস্ত চাকরিগুলো দিয়েছিল সিপিএম। আমরা এই সমস্ত জানি।’

About Author