একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিন পাল্টা উলুবেরিয়াতে সভা করার জোরদার পরিকল্পনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তাতে অনুমতি দেয়নি জেলা প্রশাসন। এই নিয়ে রাজ্য রাজনীতি ব্যাপক সরগম হয়েছিল শেষ কয়েকদিন ধরে। বিজেপি এই মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের দারস্তও হয়েছিল। প্রথমে হাইকোর্ট বিজেপির এই সভা মানতে না চাইলেও, আজ বুধবার শর্তসাপেক্ষে সভার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট কিন্তু অনুমতি পাওয়ার পরও আগামীকাল উলুবেরিয়া ওই সভা বাতিল করলেন প্রধান বক্তা শুভেন্দু অধিকারী।
আসলে কলকাতা হাইকোর্ট সভার সময় এবং স্থান নির্দিষ্ট করে দিয়েছিল বিজেপির কাছে। এছাড়াও সভা করার জন্য একাধিক শর্ত দেওয়া হয়েছিল। বঙ্গ গেরুয়া শিবিরের সভার সময়, স্থান এবং কোনো শর্তই পছন্দ হয়নি। তাই সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “সভা করার জন্য আজকে হাইকোর্ট যে সমস্ত শর্ত দিয়েছে তা সভার রুচির বিরুদ্ধে। ওই সভা না হলেও আগামী ২৭ জুলাই সকল সমবেত হয়ে এসপি অফিস চলো অভিযান চালানো হবে।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগত মঙ্গলবার বিজেপি যখন উলুবেরিয়া সভা প্রসঙ্গ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়, তখন হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বিজেপির আইনজীবীর কাছে জানতে চায়, “২১ জুলাই কেন? ২২ তারিখ হতে পারত, ২০ তারিখ হতে পারতো? রবীন্দ্রনাথের জন্মদিন হলে নয় মানতাম নির্দিষ্ট দিনে করতে হবে। কিন্তু এক্ষেত্রে কি নির্দিষ্ট কোন দিন আছে?” এক প্রকার বিজেপিকে ভৎসনা করে পরবর্তী শুনানি আজকে ছিল।
আজকে বিজেপিকে আদালত নির্দেশ দেয় একুশে জুলাই উলুবেড়িয়ার বিজেপি কার্যালয়ের কাছে মানসতলা মাঠে সভা করতে পারবে বিজেপি। রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত করা যাবে এই সভা। স্থানীয় থানাকে ওই সভার স্থানের সম্বন্ধে সবকিছু বিস্তারিত জানাতে হবে। এছাড়া বিজেপি নেতারা ওই সভাতে কোনো প্ররোচনামূলক স্লোগান দিতে পারবে না। আর এই সমস্ত শর্তাবলী একদমই পছন্দ হয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।