Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইতিহাসে প্রথমবার, ডলারের নিরিখে ৮০ টাকার নিচে নেমে গেল টাকার দাম

একটা দীর্ঘ সময় পর্যন্ত আমজনতাকে চিন্তার মধ্যে রেখেছিল ভারতীয় টাকার দর। অনেক বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন, এবারে কি ৮০ টাকার গণ্ডিও পেরিয়ে যাবে? সোমবার সেটা না হলেও মঙ্গলবার খারাপ খবর এলো…

Avatar

একটা দীর্ঘ সময় পর্যন্ত আমজনতাকে চিন্তার মধ্যে রেখেছিল ভারতীয় টাকার দর। অনেক বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন, এবারে কি ৮০ টাকার গণ্ডিও পেরিয়ে যাবে? সোমবার সেটা না হলেও মঙ্গলবার খারাপ খবর এলো ভারতীয় নাগরিকদের জন্য। ইতিহাসে প্রথমবার এক ডলারের নিরিখে টাকার দর পেরিয়ে গেল ৮০ টাকার গণ্ডি। এই নিয়ে টানা ৮দিন নিম্নমুখী হল টাকার দাম। এমন চলতে থাকলে সমস্যা যে আরো বাড়বে তা আশঙ্কা করছেন অনেকেই। যদিও অশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।মঙ্গলবার সকাল ৯ টা বেজে দশ মিনিটে টাকার দর ডলারের বিপরীতে দাঁড়িয়েছিল ৮০ টাকা ১ পয়সায়। ভারতের ইতিহাসে এখনো পর্যন্ত এইরকম ঘটনা কোনদিন ঘটেনি। টাকার মূল্যের নিরিখে এতটা পতন কোনদিন দেখেনি দেশবাসী। বিশেষজ্ঞরা বারবার বলছেন, ৮০ টাকার গণ্ডি পেরিয়ে যাওয়ার একটা আলাদা তাৎপর্য রয়েছে। এই গণ্ডিকে বর্তমানে একটি তাৎপর্যপূর্ণ প্রান্তিকরেখা ধরা হয়। মানসিক দৃষ্টিকোণ থেকে ৮০ টাকার দর স্পর্শ করার অর্থ হলো, টাকার উপরে অস্বাভাবিক চাপ রয়েছে। এতদিন এই গণ্ডির একেবারে কাছে এলেও, মঙ্গলবার সেই গণ্ডি পেরোলো টাকার মূল্য।টাকার দরের পতন হলে কি ক্ষতি হতে পারে তা অনেকেরই অজানা। এর প্রথম প্রভাব সরাসরি পড়তে চলেছে পেট্রোল এবং ডিজেলের ওপর। কারণ টাকার দরে পতন ঘটলে জ্বালানির মূল্য বৃদ্ধির আশঙ্কা থাকেই। এর ফলে দামি হতে পারে পেট্রোল এবং ডিজেল। অন্যদিকে, জো বাইডেনের সফরের পরে সৌদি আরব অপরিশোধিত তেলের আউটপুট বাড়ানোর প্রতিশ্রুতি থেকে অনেকটা সরে এসেছে। এই কারণে রাতারাতি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে।এই অবস্থায় যদি আবারো টাকার দর পতন হয়, তাহলে, জ্বালানির দাম আরো বেশি বাড়তে পারে। সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদা একটি রিপোর্ট পেশ করেছে যেখানে জানা যাচ্ছে এই পাক্ষিকে আরো চাপে পড়তে চলেছে টাকা। আগামী ১৫ দিনে টাকার দর ৮০ টাকার বেশি দামে ট্রেড করবে। কেন্দ্রের তরফে সোমবার সংসদে স্বীকার করা হয়েছে, গত ৮ বছরে টাকার দাম বৃদ্ধি পেয়েছে ১৬.০৮ টাকা। হিসেব কষলে দেখা যাচ্ছে শেষ আট বছরে ২৫ শতাংশের বেশি পড়ে গিয়েছে টাকার দাম। ভারতীয় অর্থনীতির জন্য যে এটা অশনি সংকেত সেটা আর বলার অপেক্ষা রাখে না।
About Author