রাজ্যনিউজ

একুশে জুলাই ছাড়া অন্য দিন সভা করুন, বিজেপিকে পরামর্শ কলকাতা হাইকোর্টের

রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী উলুবেরিয়ায় এই সভা রেখেছিলেন

Advertisement
Advertisement

একুশে জুলাই এর পরিবর্তে অন্য দিন সভা করুন। বিজেপিকে পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, ওই সভা নিয়ে যাবতীয় তথ্য পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বিজেপিকে আদেশ দিয়েছেন একুশে জুলাই এর আগের দিন অর্থাৎ ২০ জুলাই এর মধ্যে যেন এই সমস্ত নথি পাঠিয়ে দেওয়া হয় আদালতে। বিজেপিকে জানানো হয়েছে, বাউরিয়ায় তাদের কর্মসূচিতে কোন কোন নেতা উপস্থিত থাকবেন, এবং একইসঙ্গে কত লোক হতে পারে সেই সমস্ত আন্দাজ যেন হাইকোর্টের কাছে পেশ করা হয়।

Advertisement
Advertisement

একুশে জুলাই উলুবেরিয়ার এই সভাটি ডেকেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু পুলিশ সেই সভার অনুমতি না দেওয়ায় বিজেপি কলকাতা হাইকোর্টে মামলা করে। এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি ভট্টাচার্য বিজেপির আইনজীবীকে বলেন, এই সভা একুশে জুলাই তারিখেই করতে হবে কেন? বিজেপি তো ২২ কিংবা ২৩ জুলাই সভা করতে পারে।

Advertisement

কেন আপনাদের কাছে একুশে জুলাই গুরুত্বপূর্ণ? সেই প্রশ্নের জবাব দেয়ার জন্য বিজেপির আইনজীবী সময় চেয়েছিলেন। বিচারপতি তাকে দুপুর ৩ টে ২০ মিনিট পর্যন্ত সময় দেওয়ার পর মামলাটির শুনানি শুরু হলে বিজেপির আইনজীবী কোলকাতা হাইকোর্টে জানান, দিল্লি থেকে অনেক নেতা আসছেন। তাদের ওই তারিখের কথা বলা হয়ে গিয়েছে। সভার সমস্ত প্রস্তুতি নেওয়ার শুরু হয়ে গেছে। তাই একুশে জুলাই সভা করা জরুরী।

Advertisement
Advertisement

অন্যদিকে বিজেপির আইনজীবী আরো বলেন, ওই সভায় দু’হাজারের মতো লোক হবে। ঐদিন অন্য রাজনৈতিক দলের সভা থাকলেও তাতে কোনরকম প্রভাব পড়বে না। বিচারপতিকে বিজেপি জানিয়েছে, ১৫ দিন আগে সবার অনুমতি চাওয়া হলেও অনুমতি দেওয়া হয়নি। বিজেপি আইনজীবী বলেন, আমাদের সন্ধ্যা ছ’টায় সভা করতে অনুমতি দেওয়া হোক। তাতেও আমাদের কোনো অসুবিধা নেই।

তার পাল্টা বিজেপির আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, “আপনাদের এই কর্মসূচির জন্য দিল্লি থেকে নেতারা আসছেন? আপনারা জানেন ঐ দিন কলকাতায় একটা বড় সমাবেশ রয়েছে। শহরের যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। আপনাদের নেতারা কিভাবে কলকাতা বিমানবন্দর থেকে হাওড়ার কর্মসূচিতে যাবেন? উড়ে যাবেন?”

বিজেপির ওই আইনজীবী আদালতকে যুক্তি দিয়েছিলেন, রাজ্যে একটি রাজনৈতিক দল জনসভা করবে বলে অন্য দল করতে পারবে না? জবাবে হাইকোর্টের বিচারপতি তাকে বলেন, “একটি রাজনৈতিক দল কর্মসূচি করবে বলে অন্যরা করতে পারবে না, এটা যেমন হতে পারে না, তেমন কিন্তু সেই দিনের বাস্তব পরিস্থিতিও বিচার করতে হবে।” আদালত স্পষ্টতই বিজেপিকে জানিয়ে দিয়েছে, “অন্য দিন করুন। আগামীকাল করুন, কেউ তো বারণ করছে না। ওইদিনই কেন সভা করতে হবে?”

Advertisement

Related Articles

Back to top button