Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ben Stokes: একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বেন স্টোকস

হঠাৎই ইংল্যান্ডের ক্রিকেটে নক্ষত্রপতন। আন্তর্জাতিক একদিনের ক্রিকেট কে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। এক টুইট বার্তায় নিজের অবসরের ঘোষণা করেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। টুইটারে তিনি…

Avatar

হঠাৎই ইংল্যান্ডের ক্রিকেটে নক্ষত্রপতন। আন্তর্জাতিক একদিনের ক্রিকেট কে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। এক টুইট বার্তায় নিজের অবসরের ঘোষণা করেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। টুইটারে তিনি বিশ্বকাপের ট্রফি হাতে নিজের একটি ছবি পোস্ট করেন। সঙ্গে বিজ্ঞতিলে লেখেন, ‘মঙ্গলবার ডারহ্যামে আমি ইংল্যান্ডের হয়ে শেষ ওয়ান ডে ম্যাচ খেলব। আমি এই ফর্ম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এমন সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন ছিল। ইংল্যান্ডের সতীর্থদের সঙ্গে খেলার প্রতিটা মিনিট উপভোগ করেছি। আমাদের যাত্রাটা ছিল অসাধারণ।’

ভারতের বিরুদ্ধে সাম্প্রতি দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন বেন স্টোকস। কে জানত, একটি রাতের ব্যবধানে আন্তর্জাতিক ক্রিকেটে আরো একটি নক্ষত্র পতন ঘটবে? এদিন ভারতের বিরুদ্ধে ম্যাচ শেষে বেন স্টোকস বলেন, একজন ক্রিকেটার কখনোই ক্রিকেটের সমস্ত ফরমেটে নিজেকে মেলে ধরতে পারেন না। একদিনের ক্রিকেট আমার জন্য কখনোই সৌভাগ্য বয়ে নিয়ে আসেনি। ক্রিকেটের বাকি দুটি ফরমেট আমার জন্য দীর্ঘায়িত করতে আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। একদিনের ক্রিকেটে দেশের জার্সিতে মাঠে না নামলেও নিয়মিতভাবে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট খেলব। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে প্রথম ম্যাচ খেলে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now


উল্লেখ, বেন স্টোকসের অবসরের ঘোষণা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফেও জানানো হয়েছে এবং দীর্ঘ ১১ বছর ধরে দেশের সেবা করার জন্য বেন স্টোকসকে কৃতজ্ঞতা জ্ঞপণ করেছে ক্রিকেট ইংল্যান্ড। আপনাদের জানিয়ে রাখি, স্টোকস ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ১০৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন। যেখানে ৩৯.৪৪ গড়ে ২৯১৯ রান সংগ্রহ করেছেন তিনি। তাছাড়া আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৩টি সেঞ্চুরি এবং ২১টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার নামে। সাথে বল হাতে ৭৪টি উইকেট নিয়েছেন তিনি।

About Author