সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওর তালিকায় বর্তমানে বেশ কিছু এমন ভিডিও স্থান পেয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি পশুপাখিদের হিংস্রতার নিদর্শন। বাঘ এবং চিতাবাঘ ছাড়াও আরো এক ধরনের বাঘ প্রজাতির একটি প্রাণী রয়েছে যেটাকে বলা হয় জাগুয়ার। এই জিনিসটি অনেকটা চিতা বাঘের মত দেখতে হলেও, তাদের আকার আকৃতি এবং শরীরের গঠন কিছুটা আলাদা রকমের হয়। সাধারণত আফ্রিকা এবং আমেরিকা মহাদেশে এই প্রাণীটিকে দেখা যায়। সম্প্রতি এই প্রাণীটির একটি ভিডিও সামনে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটি জাগুয়ার একে অপরের সাথে লড়াই করছে।
প্রথমে দেখা যাচ্ছে তারা দুজন দাঁতে দাঁত চেপে একে অপরের বিরুদ্ধে গর্জন করছে। তারপর হঠাৎ করেই তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এদের দুটির মধ্যে একটি জাগুয়ার অপরটি থেকে একটু বেশি শক্তিশালী। তাই জন্য প্রথমেই থাবার ধাক্কায় পিছনে সরিয়ে দেয় অন্য জাগুয়ারটিকে। তবে অন্য জাগুয়ারটির শক্তিও খুব একটা কম নয়। নিজের যত ক্ষমতা আছে তা দিয়ে অপর একটি জাগুয়ারের বিরুদ্ধে লড়াই করতে থাকে প্রথমে হেরে যাওয়া জাগুয়ারটি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআপনাদের জানিয়ে রাখি, অ্যানিমেল পাওয়ার এর একটি ইনস্টাগ্রাম পেজ থেকে এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল। সম্প্রতি এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে এবং বহু মানুষ এই ভিডিওটি দেখে ফেলবে ইতিমধ্যেই। আপনাদের জানিয়ে রাখি, এই ইনস্টাগ্রাম পেজটিতে এরকমই পশু পাখিদের লড়াই এর ভিডিও শেয়ার করা হয়ে থাকে।