Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামীকাল থেকে বাড়তে চলেছে চাল এবং আটার মতো বিভিন্ন খাদ্য সামগ্রীর দাম, কোন কোন জিনিস হবে মহার্ঘ্য?

আগামীকাল সকাল থেকেই কার্যকর হতে চলেছে নতুন জিএসটি হার। জি এস সি কাউন্সিলের বৈঠক অনুযায়ী একাধিক পণ্যের উপর থেকে কর ছাড়ের সুবিধা তুলে নেওয়া হবে। এরপরে আগামীকাল থেকেই ওই সমস্ত…

Avatar

আগামীকাল সকাল থেকেই কার্যকর হতে চলেছে নতুন জিএসটি হার। জি এস সি কাউন্সিলের বৈঠক অনুযায়ী একাধিক পণ্যের উপর থেকে কর ছাড়ের সুবিধা তুলে নেওয়া হবে। এরপরে আগামীকাল থেকেই ওই সমস্ত পণ্যের দাম বৃদ্ধি হবে বলে জানানো হয়েছে জিএসটি কাউন্সিলর তরফ থেকে। ছাপার, আকার এবং লেখার কালির দাম বৃদ্ধি পাবে।আগে এই পণ্যের উপরে জিএসটি আর ছিল মাত্র ১২% কিন্তু এবারে সেটা দাঁড়াবে ১৮ শতাংশে। এছাড়াও ছুরি, পেন্সিল সার্পনার, ব্লেড এবং চামচের উপরে ধার্য জিএসটি ১২% থেকে বেড়ে ১৮% হচ্ছে।

পাম্প থেকে শুরু করে ডিপ টিউবওয়েল টারবাইন পাম্প, সাবমারসিবল পাম্প, বাইসাইকেল পাম্প এর উপর জিএসটি ১২ থেকে ১৮ পার্সেন্ট হচ্ছে। অন্যদিকে বীজ, ডাল বাছাই করা মেশিন, পরিষ্কার করা, মেশিন পেশাই কলে ব্যবহার করা মেশিনের উপরে জিএসটি ৫% থেকে বেড়ে ১৮% হচ্ছে। এলইডি ল্যাম্প, যে কোন লাইট এবং ধাতব সার্কিটের উপর জিএসটি বাড়ছে ১২% থেকে ১৮%। তাছাড়া রাস্তা, ব্রিজ, রেল, মেট্রো এবং চুল্লির কাজের উপরে এবার ১২ শতাংশের পরিবর্তে ১৮ শতাংশ জিএসটি আরোপ করা হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চামড়ার সামগ্রী, জুতো, মাটি থেকে তৈরি করা ইট, সোলার ওয়াটার হিটার, সোলার প্যানেল এবং সিস্টেম, টেট্রা প্যাক, ইলেকট্রনিক ওয়েস্ট, পেট্রোলিয়াম এবং মিথেন এর উপরে ধার্য করা জিএসটি ১৮ শতাংশ হতে চলেছে। পালিশ করা ডায়মন্ডের উপর জিএসটি বেড়ে হচ্ছে ১.৫ শতাংশ। এছাড়া স্বল্পকালীন থাকার বন্দোবস্ত,রেস্তোরাঁ এবং মোবাইল ফুড সার্ভিস এর মতো বিভিন্ন পরিষেবার সঙ্গে ইন্ডিয়ান হোটেলস এর দাম বাড়ছে। অন্যদিকে চেক ইস্যু করার জন্য ব্যাংক এতদিন পর্যন্ত যে ফি গ্রহণ করে তার উপরে জিএসটি ধার্য করা হবে। ১০০০/দিনের কম রেটের হোটেলের উপরে ১২ শতাংশ জিএসটি ধার্য করা হবে।

জিএসটি কাউন্সিল সরাসরি জানিয়ে দিয়েছে এবার থেকে প্যাকেটজাত এবং লেবেল আঁটা খাদ্যের সামগ্রির ক্ষেত্রে ৫% জিএসটি ধার্য করা হয়েছে।

About Author