Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতীয় রেলের উঁচু পদে চাকরিতে নিয়োগ, মাসিক বেতন ৭৫ হাজার টাকা

পূর্বত্তর সীমান্ত রেলওয়েতে এবারে আলাদা আলাদা পদের জন্য নেওয়া হবে লোক। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তিনসুকিয়া ডিভিশনে কন্ট্রাক্ট মেডিকেল প্র্যাক্টিশনার পদের জন্য এবারে শুরু হয়েছে আবেদন গ্রহণ। এই ভর্তি প্রক্রিয়ায় কন্ট্রাক্ট…

Avatar

পূর্বত্তর সীমান্ত রেলওয়েতে এবারে আলাদা আলাদা পদের জন্য নেওয়া হবে লোক। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তিনসুকিয়া ডিভিশনে কন্ট্রাক্ট মেডিকেল প্র্যাক্টিশনার পদের জন্য এবারে শুরু হয়েছে আবেদন গ্রহণ। এই ভর্তি প্রক্রিয়ায় কন্ট্রাক্ট মেডিকেল প্র্যাক্টিশনারের ৫টি শূন্য পদের জন্য নেওয়া হবে লোক। সব থেকে বড় ব্যাপারটি হলো, এই সমস্ত পদে নিয়োগের জন্য প্রার্থীদের বয়স সীমা রাখা হয়েছে সর্বাধিক ৫৩ বছর। জেনারেল ক্যাটাগরিতে খালি রয়েছে তিনটি পদ, তপশিলি জাতি ক্যাটেগরিতে খালি রয়েছে একটি পদ এবং তপশিলি উপজাতি ক্যাটাগরিতে খালি রয়েছে একটি পদ।

এই নিয়োগ প্রক্রিয়ায় ডিবিআরটি রেলওয়ে হসপিটাপে ৪টি পদ এবং MXN HU হাসপাতালে একটি পদের জন্য নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলতে গেলে যে প্রার্থী আবেদন জানাবেন তার কাছে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার মান্যতা প্রাপ্ত সংস্থা থেকে কম করে হলেও একটি এমবিবিএস ডিগ্রী থাকতে হবে এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াতে রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে এক বছর ভারতের যেকোনো একটি রাজ্য মেডিকেল কাউন্সিলের হাসপাতালে তাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করে ফেলতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বয়স সীমার ব্যাপারে বলতে গেলে, ১ জুলাই ২০২২ অনুযায়ী সেই প্রার্থীর সর্বাধিক বয়স হতে হবে ৫৩ বছর। এর বেশি বয়স হলে প্রার্থী আবেদন করতে পারবেন না। তবে, তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য দলিত শ্রেণীর জন্য আলাদা করে বয়সের ছাড় এর সুবিধা রয়েছে। এছাড়াও অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মী, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত মেডিকেল চিকিৎসকদের জন্য এই বয়স সীমা রাখা হয়েছে ৬৫ বছর। এই সমস্ত পদে যারা চাকরি পাবেন তাদের সর্বাধিক বেতন রাখা হয়েছে ৭৫ হাজার টাকা।

ওয়াক ইন ইন্টারভিউ হবে ২০ জুলাই ২০২২ তারিখে। সিএমএস অথবা এনটিএসকে রেলওয়ে হাসপাতালে সকাল ১১ টার সময় হবে এই ইন্টারভিউ। চাকরিপ্রার্থীরা সমস্ত ধরনের প্রমাণপত্র এবং টেস্টিমনিয়াল নিয়ে সেই ইন্টারভিউ দিতে আসবেন। তার সাথেই তাকে জমা করতে হবে সম্পূর্ণ নিজের হস্তাক্ষরিত একটি আবেদন পত্র এবং দুটি পাসপোর্ট সাইজের ছবি।

About Author