Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অসাধারণ লুক এবং অত্যাধুনিক ফিচারসহ প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ হল Honda CB350 RS, জেনে নিন সমস্ত স্পেসিফিকেশন

হোন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া গোটা ভারতের মধ্যে অন্যতম দুই চাকা প্রস্তুতকারী সংস্থা। বেশিরভাগ এই কোম্পানি স্কুটারগুলি ভারতীয় গ্রাহকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। তবে সম্প্রতি এই কোম্পানি ভারতীয় বাজারে তাদের প্রিমিয়াম…

Avatar

হোন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া গোটা ভারতের মধ্যে অন্যতম দুই চাকা প্রস্তুতকারী সংস্থা। বেশিরভাগ এই কোম্পানি স্কুটারগুলি ভারতীয় গ্রাহকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। তবে সম্প্রতি এই কোম্পানি ভারতীয় বাজারে তাদের প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু বাইক লঞ্চ করছে। নতুন লঞ্চ হওয়া বাইকগুলির লুক ও স্পেসিফিকেশন ব্যাপক পছন্দ হচ্ছে ভারতীয়দের। তাই লঞ্চ হওয়ার সাথে সাথেই বাইকগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাচ্ছে। সম্প্রতি এই কোম্পানি তাদের প্রিমিয়াম সেগমেন্টে Honda CB 350RS লঞ্চ করেছে যা এখন পছন্দ হচ্ছে সকলেরই।

Honda CB 350RS বাইকের আকর্ষণীয় স্পোর্টি ডিজাইন একচাহনিতে বাইকটিকে পছন্দের তালিকায় এনে দেবে, তা বলার অপেক্ষা রাখে না। লুকের পাশাপাশি এই বাইকে রয়েছে শক্তিশালী ইঞ্জিন পারফরমেন্স এবং অত্যাধুনিক সমস্ত ফিচার। আপনি যদি এই মুহূর্তে একটি স্পোর্টি প্রিমিয়াম বাইক কিনতে চান তাহলে অবশ্যই দেখে নিতে হবে Honda CB 350RS কে। আজকের এই প্রতিবেদনে বাইকটির স্পেসিফিকেশন সম্বন্ধে সবিস্তারে জেনে নিন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Honda CB 350RS বাইকটিতে এয়ার-কুলড, ফুয়েল ইনজেক্টেড একটি ৩৪৮.৩৬ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে যা সর্বোচ্চ ২১.০৭ PS শক্তি এবং ৩০ Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। কোম্পানি বাইকে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ এবং ৫-স্পীড গিয়ারবক্স দিয়েছে। ভাল ব্রেকিংয়ের জন্য, বাইকের সামনের এবং পিছনের উভয় চাকায় ডিস্ক ব্রেক আছে। পাশাপাশি এতে ডুয়াল চ্যানেল ABS সিস্টেম পাওয়া যায়।

এছাড়াও বাইকে ঠাসা রয়েছে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি। Honda CB 350 RS বাইকে সমস্ত এলইডি লাইটিং সিস্টেম, রিয়েল টাইম অ্যাভারেজ, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন, ট্র্যাকশন কন্ট্রোলের মতো ফিচার থাকছে।

এরপর আসা যাক, বাইকের দাম সম্বন্ধে। জানা গিয়েছে কোম্পানির প্রিমিয়াম সেগমেন্ট এর এই Honda CB 350RS বাইকটির এক্স শোরুম মূল্য ২.০৩ লাখ টাকা। এর টপ ভেরিয়েন্ট এর দাম ২.৪০ লাখ টাকা। এবার আপনি যদি এই মুহূর্তে একটি স্পোর্টি প্রিমিয়াম বাইক কিনতে চান তাহলে অবশ্যই বিবেচনা করে দেখতে পারেন Honda CB 350RS সমন্ধে।

About Author