নাগাল্যান্ড স্টেট ডিয়ার লটারি এর ব্যাপারে জানেন না এরকম মানুষ ভারতে এই মুহূর্তে খুবই কম। প্রতিদিন বহু মানুষ এই ডিয়ার লটারির সুবাদে কোটি টাকা পর্যন্ত পুরস্কার জিতে থাকেন। ঠিক সেরকম ভাবেই আজ অর্থাৎ ১২ জুলাই ঘোষিত হয়ে গেল ডিয়ার লটারির এদিনের রেজাল্ট। দুপুর এক’টা, সন্ধে ছ’টা এবং রাত আট’টার রেজাল্ট আমরা আজকের প্রতিবেদনে আপনাদের জানিয়ে দেব। তবে আপনাদের জানিয়ে রাখি, জনপ্রিয় নাগাল্যান্ড স্টেট ডিয়ার লটারির প্রথম পুরস্কার কিন্তু এক কোটি টাকা। অন্যদিকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম পুরস্কার হিসেবে যথাক্রমে ৯,০০০ টাকা, ৪৫০ টাকা, ২৫০ টাকা ও ১২০ টাকা জিতে নেওয়া যায়।
প্রথমে জেনে নেওয়া যাক, দুপুর একটার রেজাল্টের ব্যাপারে। যিনি প্রথম পুরস্কার বিজেতা হয়েছেন তার টিকিট নম্বর হলো 84E 65742। যারা দ্বিতীয় পুরস্কার জিতেছেন তাদের টিকিট নম্বরগুলি যথাক্রমে 06218, 12652, 21127, 22728, 24636, 30407, 43963, 48631, 73543, 88235।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসন্ধ্যা ছয়’টার ডিয়ার ইভিনিং লটারির প্রথম পুরস্কার বিজয়ী টিকিটের নম্বর 92H 08995। অন্যদিকে দ্বিতীয় পুরস্কার বিজয়ীদের নম্বরগুলি হল 03932, 29721, 37468, 63688, 65637, 77929, 78262, 79959, 84537, 90628।
আর রাত আট’টার রেজাল্ট অনুযায়ী, ডিয়ার মর্নিং লটারির প্রথম পুরস্কার বিজয়ীর টিকিট নম্বর 68L 69573। দ্বিতীয় পুরস্কার জিতেছেন 04454, 31374, 32649, 55103, 62167, 62722, 71054, 72342, 73440, 75701 নম্বর টিকিটধারিরা।