একেবারে নতুন অবতারে লঞ্চ হতে চলেছে ভারতের সবথেকে সস্তা সিএনজি চালিত গাড়ি মারুতি সুজুকি অল্টো ৮০০। ভারতীয় বাজারে বাজেট সেগমেন্টের সব থেকে জনপ্রিয় গাড়িগুলির মধ্যে একটি হলো মারুতি সুজুকি অল্টো। এই দেশের সবথেকে সস্তা এবং সবথেকে বেশি মাইলেজ দেওয়া এন্ট্রি লেভেলের হ্যচব্যাক গাড়ি এটি।
সম্প্রতি কোম্পানির তরফ থেকে এই গাড়ির একটি নতুন সিএনজি ভেরিয়েন্ট নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই গাড়িটির আকর্ষণীয় ডিজাইন সকলের পছন্দের হয়ে উঠেছে ইতিমধ্যেই। এন্ট্রি লেভেলের এই গাড়িটিকে খুব শীঘ্রই ভারতের বাজারের জন্য উপলব্ধ করতে চলেছে মারুতি সুজুকি। দমদার ইঞ্জিন এবং বেশ কিছু আকর্ষণীয় এবং আধুনিক ফিচার সহযোগে এই গাড়িটি ভারতীয় বাজারে আকর্ষণীয় একটি গাড়ি হয়ে উঠে চলে এসে আগামী ভবিষ্যতে। কোম্পানি তরফ থেকে এই গাড়িকে ৪টি ট্রিম সহযোগে বাজারে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে। তবে এর মধ্যে শুধুমাত্র এলএক্সআই ট্রিমের সাথে এই সিএনজি অপশন পাওয়া যাচ্ছে। এই গাড়ির সিএনজি বিকল্পের সাথে পাওয়া যাচ্ছে আরো কিছু আকর্ষণীয় ফিচার, যা সহযোগে ভারতীয় মার্কেটের জন্য এই গাড়িটি হয়ে উঠবে একেবারে পারফেক্ট।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই গাড়িটির স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে একটি ৭৯৬ সিসি ক্ষমতা বিশিষ্ট ০.৮ লিটার পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৪৮ পি এস পর্যন্ত সর্বাধিক শক্তি তৈরি করতে পারে এবং ৬৯ ন্যানোমিটার পর্যন্ত সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। এর সাথেই আপনারা পেয়ে যাবেন ফাইভ স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাপোর্ট। তবে যদি পেট্রল ইঞ্জিন পাল্টে দিয়ে এই গাড়িতে সিএনজি ইঞ্জিন ব্যবহার করা হয় তাহলে এই গাড়িটি ৪১ পিএস পর্যন্ত সর্বাধিক পাওয়ার এবং ৬০ ন্যানোমিটার পর্যন্ত সর্বাধিক টর্ক জেনারেট করতে পারবে।
এই গাড়ির পেট্রোল বিকল্পটি ২২.০৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারবে। অন্যদিকে এই গাড়ির সিএনজি মডেল প্রতি কিলোগ্রামে ৩১.৫৯ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারবে। মারুতি সুজুকি অল্টো ৮০০ গাড়িটির সাথে আপনারা পাবেন অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে কানেক্টিভিটি। এছাড়াও সাত ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ফ্রন্ট পাওয়ার উইন্ডো এবং অন্যান্য বেশ কিছু ফিচার আপনাদের জন্য রাখা হয়েছে। এই গাড়িটির এক্স শোরুম দাম ৫,০৩,০০০ টাকা এবং অন রোড দাম ৫,৫৫,০১১ টাকা।