Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাংলায় দৈনিক সংক্রমন প্রায় ৩ হাজার ছুঁইছুঁই, কোন জেলায় কতজন আক্রান্ত? দেখে নিন একঝলকে

করোনা সংক্রমণের ভ্রুকুটি এবার অব্যাহত বাংলার বুকেও। চলতি সপ্তাহের শুরুর দিক থেকেই দিনের পর দিন লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণের সংখ্যা। রোজকার পরিসংখ্যান দেখলে রীতিমত কপালে চিন্তার ভাঁজ পড়ছে বিশেষজ্ঞদের। গত…

Avatar

করোনা সংক্রমণের ভ্রুকুটি এবার অব্যাহত বাংলার বুকেও। চলতি সপ্তাহের শুরুর দিক থেকেই দিনের পর দিন লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণের সংখ্যা। রোজকার পরিসংখ্যান দেখলে রীতিমত কপালে চিন্তার ভাঁজ পড়ছে বিশেষজ্ঞদের। গত বুধবার ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল ২৩০০। মাত্র একদিন অর্থাৎ বৃহস্পতিবার সেই আক্রান্তের সংখ্যা ৩ হাজারের গন্ডি স্পর্শ করতে চলেছে। অন্যদিকে দেশজুড়েও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সকলের মনে একটাই প্রশ্ন যে তাহলে কি করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ল।

এই প্রসঙ্গে আজ অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে যে গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ২৮৮৯ জন। বলা যেতে পারে, ৩ হাজারের গন্ডি স্পর্শ করল বলে। অন্যদিকে উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ জনের। বুধবার অবশ্য সেই সংখ্যা ছিল ৩। পজিটিভিটি রেট এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ১৮.৭৮ শতাংশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রাজ্যের বিভিন্ন জেলায় করোনার গ্রাফ দেখলে গা শিউরে উঠবে। বাংলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কলকাতাতে। গত বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন ৮১৯ জন। অন্যদিকে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা। গত বুধবার মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫৫২ জন। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ২০০ জন। হাওড়া এবং নদীয়াতে কমবেশি বুধ এবং বৃহস্পতিবার ১০০ জন আক্রান্ত হয়েছেন।

About Author