উল্লেখ্য, মঙ্গলবার ছিল ‘ওয়ার্ল্ড বিকিনি ডে’। আর এই দিনেই অভিনেত্রী দেখা দিয়েছেন লাল বিকিনি লুকে। একসাথে নিজের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন রোশনি। ক্যাপশনে লিখেছেন, “ট্রপিকাল স্টেট অফ মাইন্ড”। তবে এই প্রথম নয় এর আগেও একাধিকবার এমন বিকিনি লুকে সোশ্যাল মিডিয়ার ধরা দিয়েছেন অভিনেত্রী। পর্দায় বেশিরভাগ সময় অভিনেত্রীকে শাড়িতে দেখা গেলেও বাস্তব জীবনে রোশনি ভট্টাচার্য্য যথেষ্ট মডার্ন, স্টাইলিশ ও বোল্ড অভিনেত্রী। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার ঝলক মিলবে। অভিনয়ের পাশাপাশি ভ্রমণ তার নেশা। কাজের ফাঁকে সময় সুযোগ পেলেই তূর্য সেনের সাথে বেরিয়ে পড়েন ঘুরতে, তা অজানা নয় কারোরই।View this post on Instagram
Roshni Bhattacharya: ভেজা শরীরে উপচে পড়ছে যৌবন, লাল বিকিনিতে উষ্ণতা ছড়ালেন পর্দার ‘জগদম্বা’
রোশনি ভট্টাচার্য্য নামটা বর্তমানে বাংলা টেলিভিশন দর্শকদের মাঝে নেহাতই অপরিচিত নয়। এই অভিনয় জগতে বেশ কয়েকবছর কাটিয়ে দিলেও, জি বাংলার 'রানী রাসমণি' ধারাবাহিকে রানীমার ছোট মেয়ে 'জগদম্বা'র চরিত্র অভিনেত্রীকে দর্শকমহলে…

আরও পড়ুন