সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা গিয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটিকে। ভাইরাল হওয়া গানে কাজল রাগওয়ানী ও কেশরী লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।
কাজল রাগওয়ানী ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘অ্যাইসে জানি রূপবা নিহারা আয়ে বালাম’ এই গানের তালেই পর্দায় কেশরী লাল যাদবের সাথে রোমান্টিক হয়েছেন অভিনেত্রী। একেবারে গ্রাম্য পরিবেশে, মানানসই পোশাকে ক্ষেতের মাঝেই তাদের রোমান্টিক নাচ করতে দেখা গিয়েছে। আর তাদের সেই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের, তা গানের গোটা ভিডিওটা দেখলেই স্পষ্ট হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি এই ভোজপুরি গানের জনপ্রিয় ভিডিওটি ‘এসআরকে মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৪ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে। উল্লেখ্য, গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘ম্যা সেহেরা বাঁন্ধ কে আয়ুঙ্গা’র। গানটি গেয়েছেন কল্পনা। গানের কথা দিয়েছেন পেয়ার লাল যাদব। সুর দিয়েছেন রাজনিশ মিশ্রা, ইনিই ছিলেন ডিরেকশনে। ‘এসআরকে মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৪ বছর আগের শেয়ার করা এই ভিডিওটি এই মুহূর্তে পৌঁছে গিয়েছে ১.১ কোটি মানুষের কাছে। আপাতত, ভোজপুরি দর্শকদের মধ্যে এই ভিডিওটিই চর্চায় রয়েছে।