Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Hero Alam: বাংলাদেশের পদ্মা সেতু নিয়ে নতুন গান হিরো আলমের, তুমুল ভাইরাল ভিডিও

হিরো আলম নেটমাধ্যমের অন্যতম ট্রোল কনটেন্ট। তিনি নেটিজেনদের কাছে হাসির খোরাক মাত্র। তার হাব-ভাবে, আচার-আচরণ, আশাক-পোশাক রীতিমতো হাস্যকর। নিজের কারণেই সকলের কাছে হাসির খোরাক হন তিনি। বেসুরো গলায়, ভুলভাল কথায়,…

Avatar

হিরো আলম নেটমাধ্যমের অন্যতম ট্রোল কনটেন্ট। তিনি নেটিজেনদের কাছে হাসির খোরাক মাত্র। তার হাব-ভাবে, আচার-আচরণ, আশাক-পোশাক রীতিমতো হাস্যকর। নিজের কারণেই সকলের কাছে হাসির খোরাক হন তিনি। বেসুরো গলায়, ভুলভাল কথায়, গান গেয়ে নেটমাধ্যমে ভাইরাল হন তিনি। সম্প্রতি আবারও বাংলাদেশের পদ্মা সেতুকে নিয়ে গান করে ও শেখ হাসিনার জয় গান করে নেটনাগরিকদের অধিকাংশের মাঝে ও বাংলাদেশের মানুষের কাছে কটাক্ষের শিকার হয়েছেন হিরো আলম।

বাংলাদেশের পদ্মা সেতু ঐ দেশের ঐতিহ্য। কোন না কোন কারণে মিডিয়ার চর্চায় থাকে তাদের পদ্মা সেতু। কখনো কোনো টিকটক ভিডিওকে কেন্দ্র করে, আবার কখনো কোনো দুর্ঘটনাকে কেন্দ্র করে চর্চিত হয় পদ্মা সেতু। তবে এবার সেই নিয়ে নতুন গান বাঁধলেন হিরো আলম। নদীর বুকে দাঁড়িয়েই জয়ধ্বনি দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আপাতত নিজেরই নতুন গানের সূত্র ধরেই নেটদুনিয়ায় নেটিজেনদের মাঝে চর্চায় রয়েছেন হিরো আলম। পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ মানুষ তার এই গান শুনে রীতিমতো বিরক্ত হয়ে উঠেছেন। এই ধরনের ভিডিও বানানো এবং তা শেয়ার করা উচিৎ নয় বলেই মনে করছেন তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হিরো আলমের এই গান মুক্তি পাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে সরব হয়েছে এক সংগঠন। অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা সমস্ত সদস্যরা হিরো আলমের এই গানের বিরুদ্ধে সরব হয়েছেন। ১৪’ই জুন, মঙ্গলবার ঢাকার প্রেস ক্লাবে মানববন্ধনের আয়োজন করেছিল বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থার সদস্যরা। সেখানে উপস্থিত ছিলেন এই সংগঠনের সভাপতি, প্রযোজক, পরিচালক বিপ্লব শরিফ। তাদের মতে, এমন বহু মানুষ রয়েছেন যারা বিনা কারণে প্রশ্রয় দিয়ে থাকেন হিরো আলমকে। শুধুমাত্র মজার খাতিরেই তারা তার ভিডিও দেখেন এবং শেয়ার করেন। শুধুমাত্র বেসুরো গান গাওয়া নিয়ে নয়, হিরো আলমের বিরুদ্ধে আরো নানা ধরনের অভিযোগ রয়েছে। রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত করার জন্য তার গ্রেফতারের দাবিও জানানো হয়েছে সংগঠনের তরফ থেকে।

About Author