Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Solanki Roy: ব্লাউজ ছাড়াই ক্যামেরার সামনে পর্দার খড়ি, দেখেই অসন্তুষ্ট ভক্তমহল

সোলাঙ্কি রায় ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। স্টার জলসার 'ইচ্ছেনদী' ধারাবাহিকের মেখলা চরিত্র অভিনেত্রীকে দর্শকদের মাঝে এক বিপুল পরিচিতি এনে দিয়েছিল। তবে এই মুহূর্তে তিনি তার প্রিয় দর্শকদের কাছে 'খড়ি' হিসাবেই…

Avatar

সোলাঙ্কি রায় ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। স্টার জলসার ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের মেখলা চরিত্র অভিনেত্রীকে দর্শকদের মাঝে এক বিপুল পরিচিতি এনে দিয়েছিল। তবে এই মুহূর্তে তিনি তার প্রিয় দর্শকদের কাছে ‘খড়ি’ হিসাবেই পরিচিত। স্টার জলসার এক নম্বর ধারাবাহিক ‘গাঁটছড়া’তে এই মুহূর্তে খড়ির চরিত্রেই অভিনয় করছেন তিনি। শুরু থেকেই তার এই চরিত্র রীতিমতো নজর কেড়েছে সকলের। তবে সম্প্রতি নিজের অভিনয়ের জন্য নয় নিজের পোশাকের সূত্র ধরেই নেটিজেনদের মাঝে চর্চায় অভিনেত্রী।

পর্দায় শাড়িতে আর না হয় সালোয়ার কামিজে দেখা মেলে সোলাঙ্কি রায়ের। তবে বাস্তব জীবনে বেশ ভালই স্টাইলিশ অভিনেত্রী। অভিনয়ের সূত্র ধরে অনেকসময় পর্দার তারকারাই হয়ে ওঠেন সাধারণ দর্শকদের ঘরের মানুষ। যার জন্য অনেকসময় দর্শকরা রিল ও রিয়েল লাইফের পার্থক্যটা ভুলে যান। সম্প্রতি তেমনি এক ঘটনার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। তবে এমন ঘটনা অভিনেত্রীর কাছে নতুন কিছু নয়, অভিনেত্রী হিসেবে এর আগেও এমন ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সোশ্যাল মিডিয়ার পাতায় খুব একটা সক্রিয় থাকতে পছন্দ করেন না অভিনেত্রী। তবে থেকে থেকেই নিজের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তিনি। কয়েকদিন আগে অভিনেত্রী নিজের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে লাল-সাদা স্ট্রাইপের একটি তাঁতের শাড়িতে দেখা গিয়েছে। খোলা পিঠে ব্লাউজ ছাড়াই ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন সোলাঙ্কি। খোলা চুলে, ভিজে গায়ে দেখা গিয়েছে তাকে। সেভাবে মেকাপ নিতে দেখা যায়নি অভিনেত্রীকে। শুধু কাজল কালো চোখে উপরের দিকে তাকিয়ে ছিলেন তিনি। এই বেশে সোলাঙ্কিকে যে বেশ মোহময়ী লাগছিল, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

অভিনেত্রীর এই সাজ দেখে একেবারেই সন্তুষ্ট নন তার ভক্তরা। নেটিজেনরাও রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ সরাসরি এই ছবি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেওয়ার পরামর্শ দিয়েছেন। আবার কেউ লিখেছেন, অন্য অভিনেত্রীদের থেকে তাকে আলাদা ভাবলেও, তিনিও সেই একই রকম হয়ে গেলেন। আবার কেউ অসন্তোষ নিয়ে লিখেছেন, তিনি দিনদিন খোলামেলা হয়ে যাচ্ছেন। এমন নানা ধরনের মন্তব্য ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই দেখা যাবে।

তবে কটাক্ষের পাশাপাশি প্রশংসা পেয়েছেন তিনি। অভিনেত্রীর ভক্তমহলের একাংশ অভিনেত্রীর রূপে মুগ্ধ। তারা রীতিমতো প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। তবে এখনো পর্যন্ত এই কটাক্ষ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে। স্বভাবতই এই ধরনের ঘটনা এড়িয়ে চলেন তিনি। এক্ষেত্রেও অন্যথা হয়নি তার।

উল্লেখ্য, ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও কাজ করে ফেলেছেন তিনি। যিশু সেনগুপ্তর বিপরীতে ‘বাবা বেবি ও’তে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। সব মিলিয়ে বলাই বাহুল্য, অভিনেত্রী এখন নিজের কর্মজীবনের সাফল্য উপভোগ করছেন।

About Author