সম্প্রতি জাহ্নবী কাপুর এই অনুষ্ঠানে কালো রঙের ডিপনেক, স্লিভলেস, হাই থাই স্লিটেড পোশাকে দেখা দিয়েছেন। পাশাপাশি গলায় পরেছিলেন মূল্যবান পাথরের নেকলেস। তাতে ছিল বেশ অনেকগুলি হিরেও। পাশাপাশি হাতে পরেছিলেন মানানসই অলংকারও। চুল বেঁধেছিলেন একটু অন্যরকম ভাবেই। হালকা মেকাপে ছিলেন এদিন। অনুরাগীরাও নিজেদের প্রিয় অভিনেত্রীকে এই লুকে দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছেন। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। এই ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি নিজের এই পোশাকের জন্যই নেটদুনিয়ায়, নেটনাগরিকদের অধিকাংশের মাঝেই চর্চায় উঠে এসেছেন তিনি।
কালো হট ড্রেসে এমন পোজ দিলেন শ্রীদেবী কন্যা, দেখলেই চোখ কপালে উঠবে সকলের
জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম এটি। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে।…

আরও পড়ুন