Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ছক্কার বাঁধ ভাঙলো!

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে রেকর্ড গড়লেন ক্রিস গেইল ও এভান লুইসের দল। গেইল ও লুইস এই নাম দুটো শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ছক্কার বৃষ্টি। বল উড়িয়ে…

Avatar

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে রেকর্ড গড়লেন ক্রিস গেইল ও এভান লুইসের দল। গেইল ও লুইস এই নাম দুটো শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ছক্কার বৃষ্টি। বল উড়িয়ে বাউন্ডারি সীমানা ছাড়া করতে এই দুইজনের জুড়ি নেই। দুজনেই আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেন সতীর্থ হিসেবে তবে এবার প্রতিপক্ষ হিসেবে ছক্কার রেকর্ড গড়েছে এই দুইজনের দল। ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগে গেইলের জ্যমাইকা তালাওয়াস ও ইভান লুইসের সেন্ট কিটস এন্ড নেভিস পেট্রিয়টস মধ্যকার ম্যাচে টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড হয়েছে।

দুই দলের খেলোয়াড়রা মিলে সর্বমোট ৩৪টি ছক্কা হাঁকিয়েছেন। যা টি-টুয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। এই ম্যাচে গেইল ১০ ছক্কায় করেছেন ১১৬ রান। তার সেঞ্চুরিতে ২৪১ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় গেইলের দল তালওয়াস। অপরদিকে এভিন লুইসের ১৮ বলে ৬ ছক্কায় ৫৩ রানের উপর ভর করে এই লক্ষ্য তাড়া করা জয় পায় তার দল সেন্ট কিটস এন্ড নেভিস পেট্রিয়টস। এর আগে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচেও ওটাগো ও সেন্ট্রাল স্ট্যাগস ৩৪টি ছক্কা হাকিয়েছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author