অরূপ মাহাত: এদিন নবান্নে দেউলা-পাচামি ব্লকের কয়লা উত্তোলন নিয়ে এক বিশেষ প্রকল্পের ঘোষণা করেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে প্রায় এক লক্ষ কর্মসংস্থান হতে পারে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জানান, এই প্রকল্প নিয়ে কাজ চলাকালীন বায়ু দূষণের দিকেও খেয়াল রাখা হবে।
এই প্রকল্পের ফলে বাংলার বুকে অসংখ্য কোল হাব গড়ে উঠবে। যার ফলে বাংলার বেকার যুবক যুবতীদের কাজের সুযোগ বাড়বে বলে জানিয়েছেন তিনি। এই প্রকল্প রূপায়ন সফল হলে রাজ্যের অর্থনীতি চাঙ্গা হবে, এমনটাই মনে করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, এই ব্লকে কয়লা ছাড়াও বাণিজ্যিক ভাবে পাথর উত্তোলনের কাজও হবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য পাঁচ বছরের সময়সীমা বেঁধে দেন তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে ওই এলাকায় বসবাসকারী প্রায় ৪০০ পরিবারের মধ্যে ৪০ শতাংশ হল আদিবাসী। এই প্রকল্প রূপায়নের আগে তাদের সঙ্গেও কথা বলা হবে বলে জানিয়েছেন মূখ্যমন্ত্রী। স্থানীয়দের মধ্যে যাতে কোনরূপ বিক্ষোভ তৈরী হয় সেই কারণে এদিন তিনি বলেন, এই প্রকল্প শুরুর আগে স্থানীয়দের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে তার পরে কাজে হাত দেওয়া হবে।