Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১০ বছরের চেহারার আমূল পরিবর্তন হয়েছে ভোজপুরি কুইন রানি চ্যাটার্জীর, আগে ‘বুড়ি’ বলে ট্রোল হতেন অভিনেত্রী

বলিউড ইন্ডাস্ট্রির তারকাদের পাশাপাশি আজকাল বেশ জনপ্রিয়তা পাচ্ছে বিভিন্ন ভোজপুরি তারকারা। এককথায় বলতে গেলে, ভারতের মধ্যে ভোজপুরি ইন্ডাস্ট্রি নতুন করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। বেশ কয়েকজন তারকাদের অভিনয় দক্ষতা ভোজপুরি…

Avatar

বলিউড ইন্ডাস্ট্রির তারকাদের পাশাপাশি আজকাল বেশ জনপ্রিয়তা পাচ্ছে বিভিন্ন ভোজপুরি তারকারা। এককথায় বলতে গেলে, ভারতের মধ্যে ভোজপুরি ইন্ডাস্ট্রি নতুন করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। বেশ কয়েকজন তারকাদের অভিনয় দক্ষতা ভোজপুরি ইন্ডাস্ট্রিকে যেন নতুনভাবে উজ্জীবিত করে তুলেছে। এই ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একজন হিট অভিনেত্রী হলেন রানি চ্যাটার্জী। মোটামুটি যারা ভোজপুরি সিনেমা দেখেন তারা অবশ্যই এই অভিনেত্রীকে চিনবেন।সাহসী স্টাইল এর জন্য ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী। তিনি ‘মাস্তরাম’ ওয়েব সিরিজে একটি সাহসী দৃশ্যে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। অভিনেত্রী রানী চ্যাটার্জী সহঅভিনেতা অংশুমান ঝাঁয়ের সাথে একাধিক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন যা দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছে সকলেই।

১০ বছরের চেহারার আমূল পরিবর্তন হয়েছে ভোজপুরি কুইন রানি চ্যাটার্জীর, আগে 'বুড়ি' বলে ট্রোল হতেন অভিনেত্রী

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই অভিনেত্রীর সৌন্দর্যে এখন প্রেমে পরে যান সকলেই। তবে আজ থেকে ১০ বছর আগে অভিনেত্রী এত ফিট ছিলেন না। শেষ কয়েক বছরে অভিনেত্রীর লুকের আমূল পরিবর্তন হয়েছে। মোটা থেকে ফিট হওয়ার জার্নি টা সত্যিই বিস্ময়কর ছিল অভিনেত্রীর জন্য। তবে আপনি জানলে অবাক হবেন যে ঠিক ১০ বছর আগে লোকেরা অভিনেত্রীর বাড়তি ওজন ও স্থূলতার জন্য ব্যাপক ট্রোল করত। সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করে অভিনেত্রী সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন যাতে দীর্ঘ প্যারাগ্রাফ দেখে সমাজের বর্তমান অবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তিনি।

১০ বছরের চেহারার আমূল পরিবর্তন হয়েছে ভোজপুরি কুইন রানি চ্যাটার্জীর, আগে 'বুড়ি' বলে ট্রোল হতেন অভিনেত্রী

অভিনেত্রী রানী চ্যাটার্জী জানান যে তাঁর স্থূলতার জন্য তাঁকে সাধারণ মানুষের কাছ থেকে, বুড়ি, অ্যান্টি ইত্যাদি বিশেষণ শুনতে হত সর্বদাই। ২০১২ বনাম ২০২২ পর্যন্ত, মানুষ আমাকে প্রতিদিন ট্রোল করেছে। তবে আমি দুঃখিত হব না। আমি কীভাবে মন্তব্য করব জানি না। কিন্তু এটা আমাকে মোটেও বিরক্ত করত না। কিন্তু তরুণ প্রজন্মের এমন অধঃপতন সত্যিই মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, “আজকের তরুণদের চোখে বুড়োরা কি বেঁচে থাকা বন্ধ করে দেবে নাকি অ্যান্টির বয়স হলেই নিজেদের ঘরে বন্দী করে রাখতে হবে নাকি পৃথিবীর চোখ থেকে দূরে থাকতে হবে। কারো বয়স নিয়ে রসিকতা, কারো স্থূলত্ব নিয়ে রসিকতা যদি শিক্ষার পরিচয় হয়, আমি কম শিক্ষিত এটাই ভালো। আমি বৃদ্ধ, আমি গর্বিত যে আমি বুড়ো হচ্ছি। বুড়ো হয়েই গর্বের সাথে বাঁচবো।”

১০ বছরের চেহারার আমূল পরিবর্তন হয়েছে ভোজপুরি কুইন রানি চ্যাটার্জীর, আগে 'বুড়ি' বলে ট্রোল হতেন অভিনেত্রী

অভিনেত্রী এমন সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যাপক সাড়া ফেলে দিয়েছে ইন্টারনেট দুনিয়াতে। অভিনেত্রী নিজের ২০১২ সালের ছবির সাথে একটি চলতি বছরের ছবির কোলাজ করেছে পোস্ট করেছেন। নেটিজেনরা অভিনেত্রী এমন পোস্ট দেখে কাউকেই ট্রোল না করার শপথ নিয়েছেন। তবে অভিনেত্রী নিজের বর্তমানের স্টাইল স্টেটমেন্ট এবং গ্ল্যামারাস লুক দিয়ে প্রমান করে দিয়েছেন যে ট্রোলকে পাত্তা না দিয়ে নিজের কাজে এগিয়ে যাওয়া উচিত।

১০ বছরের চেহারার আমূল পরিবর্তন হয়েছে ভোজপুরি কুইন রানি চ্যাটার্জীর, আগে 'বুড়ি' বলে ট্রোল হতেন অভিনেত্রী

About Author