Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Honda Activa ১২৫ বাইকের উপর চলছে দারুন অফার, মাত্র ১০ হাজার টাকায় কিনে ফেলতে পারেন এই স্কুটি

ভারতের বাজারে সব থেকে জনপ্রিয় কিছু স্কুটার এর মধ্যে একটি হলো হণ্ডা অ্যাক্টিভা। বর্তমানে এই কোম্পানিটি আবারও নতুন করে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। হণ্ডা অ্যাক্টিভা ১২৫ সিসি স্কুটারটি হল…

Avatar

ভারতের বাজারে সব থেকে জনপ্রিয় কিছু স্কুটার এর মধ্যে একটি হলো হণ্ডা অ্যাক্টিভা। বর্তমানে এই কোম্পানিটি আবারও নতুন করে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। হণ্ডা অ্যাক্টিভা ১২৫ সিসি স্কুটারটি হল ভারতের সবথেকে ভালো এবং সবথেকে জনপ্রিয় কয়েকটি স্কুটার এর মধ্যে একটি। এই স্কুটারে কোম্পানির তরফ থেকে দমদার ইঞ্জিন এবং দুর্দান্ত মাইলেজ অফার করা হচ্ছে। মাত্র ৮৩,১৬২ টাকা মূল্যে এই স্কুটার অফার করছে কোম্পানি।

এই স্কুটারের অন রোড প্রাইস মোটামুটি ৯৭,০৩৯ টাকার আশেপাশে। এই স্কুটারে কম্পানি ফাইন্যান্স প্লানিং এর সুবিধা দিচ্ছে। এই ফাইন্যান্স প্ল্যানিংয়ের মাধ্যমে খুবই কম দামের মধ্যে আপনি এই স্কুটার কিনে ফেলতে পারবেন। অত্যন্ত কম টাকা ডাউন পেমেন্ট করব আপনি এই নতুন স্কুটার বাড়ি নিয়ে আসতে পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হণ্ডা অ্যাক্টিভা ১২৫ প্রিমিয়াম এডিশন ভেরিয়েন্ট ১২৫ সিসি রেঞ্জে অত্যন্ত জনপ্রিয় একটি স্কুটার। অনলাইন ডাউনপেমেন্ট এবং ইএমআই ক্যালকুলেটরের হিসাব অনুযায়ী কোম্পানির তরফ থেকে ৮৭,০৩৯ টাকা লোন অফার করা হয়ে থাকে। এরপরে, ১০,০০০ টাকা ন্যূনতম ডাউন পেমেন্ট করে আপনি এই স্কুটার কিনে ফেলতে পারেন।

ব্যাংকের মাধ্যমে যদি আপনি লোন গ্রহণ করেন তাহলে আপনাকে প্রতিমাসে ২,৭৯৬ টাকা মান্থলি ইএমআই দিতে হবে। হণ্ডা অ্যাক্টিভা ১২৫ প্রিমিয়াম এডিশন বাইকের উপরে আপনি তিন বছর পর্যন্ত লোন গ্রহণ করতে পারবেন। এই বাইকের উপর যদি আপনি লোন গ্রহণ করেন তাহলে আপনাকে প্রতিমাসে ৯.৭ শতাংশ করে সুদ দিতে হবে।

About Author