Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

T20 WC 2024: ১৬ দলের পরিবর্তে ২০ দলে আয়োজিত হবে t20 বিশ্বকাপের আসর! চুড়ান্ত খসড়া প্রকাশ করলো ICC

ফের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সংখ্যা বাড়াতে চলেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। ১৬টির বদলে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে ২০টি দল। সূত্রের খবর, আসন্ন বিশ্বকাপ থেকে প্রথম আটটি দল ২০২৪…

Avatar

ফের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সংখ্যা বাড়াতে চলেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। ১৬টির বদলে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে ২০টি দল। সূত্রের খবর, আসন্ন বিশ্বকাপ থেকে প্রথম আটটি দল ২০২৪ সালে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি দলগুলো নিজেদের মধ্যে লড়াইয়ের মাধ্যমে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

আগামী দু’বছরে সব মিলিয়ে মোট ৬৬টি দেশ ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার লড়াই করবে। মূলত ৬৬টি দেশের মধ্যে কঠিন লড়াইয়ের পর ২০টি দল নির্বাচিত হবে মূল পর্বে খেলার জন্য। এই তালিকায় ২৮টি দেশ থাকছে শুধুমাত্র ইউরোপ মহাদেশ থেকেই। এছাড়াও আফ্রিকা থেকে ১৪টি, এশিয়া থেকে ৯টি, আমেরিকা মহাদেশ থেকে ৮টি ও ইস্ট এশিয়া প্যাসিফিক থেকে ৭টি দল থাকছে। ২৮শে জুন থেকে শুরু হবে কোয়ালিফাইং রাউন্ডের খেলা। ২০২৪ সালে প্রথমবার ২০টি দেশকে নিয়ে হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। 

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে সুদূর ওস্টেন্ডিজ এবং আমেরিকার মাটিতে। ইতিমধ্যে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার ছাড়পত্র পেয়েছে দেশ দুটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসরে চারটি দল বৃদ্ধি করার মূল লক্ষ্য হলো ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলা। মূলত দীর্ঘ ওভারের চেয়ে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট বেশি জনপ্রিয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আর তার নিরিখে টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও কতগুলো দেশকে অন্তর্ভুক্ত করতে চলেছে আইসিসি।

চলতি বছরের শেষ লগ্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে পুরনো নিয়ম মেনে অস্ট্রেলিয়া আয়োজন করতে চলেছে এই মেগা আসর। ইতিমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচী এবং গ্রুপ বিভাজন করেছে আইসিসি। যেখানে দুটি গ্রুপে মোট ১৬ দেশে লড়াই করবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য।

About Author