Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১৫৭.৩ কিমি গতিতে বল, উমরান মালিকের রেকর্ড ভেঙে ইতিহাস লিখলেন লকি ফার্গুসন

আইপিএলের আসরে ফের চোখ ঝাঁজালো রেকর্ড গড়লেন লকি ফার্গুসন। গতকাল রাজস্থানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলতে নেমে ১৫৭.৩ কিলোমিটার গতিতে বোলিং করেন তিনি। চলতি আইপিএলে ১৫৭ কিলোমিটার গতিতে বোলিং করে সাড়া…

Avatar

আইপিএলের আসরে ফের চোখ ঝাঁজালো রেকর্ড গড়লেন লকি ফার্গুসন। গতকাল রাজস্থানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলতে নেমে ১৫৭.৩ কিলোমিটার গতিতে বোলিং করেন তিনি। চলতি আইপিএলে ১৫৭ কিলোমিটার গতিতে বোলিং করে সাড়া ফেলে দিয়েছিলেন ভারতীয় তরুণ পেসার উমরান মালিক। যা ছিল আইপিএলের ইতিহাসে দ্বিতীয় তম দ্রুতগতির বোলিং। ধারণা করা হয়েছিল, উমরান মালিকের এই রেকর্ডটি বেশ কয়েক বছর অটুট থাকবে। তবে সে আশা গুড়ে বালি।কথায় আছে, ‘ওস্তাদের মার শেষ রাতে।’ ঠিক তেমনটাই ঘটল আইপিএলের ফাইনালে। বেশ কয়েকটি ম্যাচ দলের বাইরে বসে ছিলেন লকি ফার্গুসন। অবশেষে মেগা ফাইনালে খেলার সুযোগ জুটে যায় তার। আর ২২ গজের লড়াইয়ে নেমেই প্রথম ওভারে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির বোলিং করলেন তিনি। জস বাটলারের দিকে ছুটে আসা বলের গতি ছিল ঘন্টায় ১৫৭.৩ কিলোমিটার। আপনাদের জানিয়ে রাখি, এটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির বল। অল্পের জন্য শন টেটের রেকর্ড ভাঙা হয়নি ফার্গুসনের। টেট ২০১১ আইপিএলে ১৫৭.৭১ কিলোমিটার প্রতি ঘণ্টার একটি ডেলিভারি করেছিলেন। যেটি এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বল হিসেবে তালিকাভুক্ত রয়েছে।গতকাল অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটান্স। আইপিএলের ১৫তম মেগা আসরে “ম্যান অব দ্যা সিরিজ” নির্বাচিত হয়েছেন রাজস্থানের ওপেনিং ব্যাটসম্যান জস বাটলার। তাছাড়া কমলা টুপিও রয়েছে তার মাথায়। অন্যদিকে, মেগা আইপিএলে পার্পেল ক্যাপ মাথায় উঠেছে চতুর চাহালের।
About Author