Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

GT vs RR: মেগা ফাইনালে আজ মুখোমুখি গুজরাট-রাজস্থান, দেখে নিন আজকের মহারণে সেরা একাদশ

আলোকোজ্জ্বল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ আয়োজিত হতে চলেছে আইপিএলের ১৫ তম আসরের মেগা ফাইনাল। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ শক্তিশালী গুজরাটের বিরুদ্ধে ২২ গজের মহারণে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। শতভাগ দর্শকের…

Avatar

আলোকোজ্জ্বল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ আয়োজিত হতে চলেছে আইপিএলের ১৫ তম আসরের মেগা ফাইনাল। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ শক্তিশালী গুজরাটের বিরুদ্ধে ২২ গজের মহারণে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। শতভাগ দর্শকের উপস্থিতিতে আলোকোজ্জ্বল স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে শিরোপা জয়ের লড়াই।

গত শুক্রবার রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে ৭ উইকেটে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এদিকে প্রথম কোয়ার্টার ফাইনালে রাজস্থানকে ৭ উইকেটে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছেছিল গুজরাট টাইটান্স। সমীকরণের দিকে তাকালে লক্ষ্য করা যাবে, চলতি আইপিএলে এখনো পর্যন্ত মোট দুইবার মুখোমুখি হয়েছে গুজরাট-রাজস্থান। যেখানে প্রতিবারই সাফল্যের মুখ দেখেছে হার্দিক পান্ডিয়ার দল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সমীকরণে আজকের ম্যাচে বেশ কিছুটা এগিয়ে রয়েছে গুজরাট টাইটান্স। তবে রাজস্থানের বিধ্বংসী ব্যাটসম্যান জস বাটলার বেশ ছন্দে রয়েছেন আইপিএলের মেগা আসরে। চলতি আইপিএলে চারটি শতকসহ ৮২৪ রান সংগ্রহ করে কমলা টুপির দৌড়ে শীর্ষস্থানে রয়েছেন তিনি। তাই আজকের মেগা মেগা আয়োজনে পরিণত হবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। এক নজরে দেখে নিন, কেমন হতে চলেছে আইপিএলের ফাইনাল ম্যাচের সম্ভাব্য শক্তিশালী একাদশ-

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য শক্তিশালী একাদশ: দেবদত্ত পাডিক্কল, করুণ নায়ার, রাসি ভ্যান ডের ডুসেন, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, জস বাটলার (উইকেট রক্ষক) এবং সঞ্জু স্যামসন(অধিনায়ক)।

গুজরাট টাইটান্সের সম্ভাব্য শক্তিশালী একাদশ: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রাহুল তেওয়াতিয়া, বরুণ অ্যারন, রশিদ খান, মোহাম্মদ শামি, লকি ফার্গুসন।

About Author