এই নিয়ে আইপিএলের ১৫ মরশুমে মোট ৮ বার প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। যার মধ্যে দুবার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে বিরাট কোহলিরা। অথচ আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফলতম ব্যাটসম্যানের নামে নেই কোন আইপিএল ট্রফি।চলতি আইপিএল শুরু হওয়ার পূর্বে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। তার স্থানে রয়েল পরিবারের নতুন নেতা হয়েছিলেন ফাফ ডু প্লেসিস। মূলত বাপের হাত ধরে আইপিএল জয়ের স্বপ্ন পূরণ করতে চেয়েছিল ব্যাঙ্গালোর। তবে সেই স্বপ্ন আবারও থেকে গেল অধরা।চলতি আইপিএলে চতুর্থ দল হিসেবে প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করেছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এমনকি কোয়ালিফাই ম্যাচে শক্তিশালী লখনউ সুপার জায়েন্টসকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল খেলেছিলেন বিরাট কোহলির দল। তবে চূড়ান্ত অগ্নিপরীক্ষার দিন বিরাট কোহলি সহ ব্যাট হাতে ব্যর্থ হন অধিনায়ক ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল এবং বিধ্বংসী ব্যাটসম্যান দীনেশ কার্তিক।#EeSalaCupNamde is not possible in this year try next time #Chokli and his fans pic.twitter.com/x6VOKnV1zG
— Prashant Pandey🇮🇳 (@Mr_Pandeyjii) May 27, 2022
‘ট্রফি-ট্রফি-ট্রফি! আমি ট্রফি পছন্দ করি, কিন্তু ট্রফি আমাকে পছন্দ করে না।’ কোহলিকে নিয়ে মিমের ছড়াছড়ি
আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফলতম ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। অথচ আইপিএলের ১৫টি আসর খেলেও ট্রফি জয়ের স্বপ্ন সার্থক করতে পারলেন না তিনি। পৃথিবীর একমাত্র ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি একটি দলের হয়ে…

আরও পড়ুন