Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ত্রিধাকে সরিয়েই এশা গুপ্তা, আশ্রম ৩-তে অভিনেত্রীর সাহসী দৃশ্য ঘুম উড়েছে দর্শকদের

বর্তমান সময়ে দাঁড়িয়ে বড়পর্দাকে রীতিমতো টেক্কা দিচ্ছে ওয়েব সিরিজের দুনিয়া। একের পর এক নতুন স্বাদের ওয়েব সিরিজ হাজির হচ্ছে নতুন ধরনের গল্প নিয়ে, যা খুব স্বাভাবিকভাবেই টানছে দর্শক। সম্প্রতি মুক্তি…

Avatar

বর্তমান সময়ে দাঁড়িয়ে বড়পর্দাকে রীতিমতো টেক্কা দিচ্ছে ওয়েব সিরিজের দুনিয়া। একের পর এক নতুন স্বাদের ওয়েব সিরিজ হাজির হচ্ছে নতুন ধরনের গল্প নিয়ে, যা খুব স্বাভাবিকভাবেই টানছে দর্শক। সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব দুনিয়ার অন্যতম বোল্ড ওয়েব সিরিজ ‘আশ্রম ৩’এর অফিসিয়াল ট্রেলার। তবে এই সিজনে বাবা নিরালার পাশাপাশি দেখা যাবে বলিউডের এক জনপ্রিয় বোল্ড অভিনেত্রীকে। ট্রেলার মুক্তি পেতেই শোরগোল অনুরাগী মহলে।

শোনা যাচ্ছে, এই সিজনে ত্রিধা চৌধুরীর বদলেই দেখা মিলবে এশা গুপ্তার। সবসময়ের মতো সাহসী দৃশ্যেই দেখা মিলবে এশার। তবে এখন থেকেই ত্রিধাকে মিস করতে শুরু করেছেন অনুরাগীরা। তার অভিনীত বোল্ড দৃশ্যগুলি মনে পড়ছে দর্শকদের। তবে কারোর কারোর মতে, ট্রেলারে এক ঝলক দেখা মিলেছে অভিনেত্রীর। সকলেই রীতিমতো অপেক্ষায় রয়েছেন এই ওয়েব সিরিজে আসন্ন সিজনে অভিনেত্রীকে দেখার জন্য। অনেকেই আশা করছেন এই নতুন সিজনে দেখা মিলবে তার। তবে শেষপর্যন্ত এই ওয়েব সিরিজের পর্দায় ত্রিধা চৌধুরী দেখা মেলে কিনা! সেটাই এখন দেখার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এশা গুপ্তা নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় পরিচিত সাহসী অভিনেত্রীদের মধ্যে একজন। আসন্ন ওয়েব সিরিজ ‘আশ্রম ৩’এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে তার। ইতিমধ্যেই ট্রেলার দেখে তা স্পষ্ট হয়েছে। এই ওয়েব সিরিজে তার উপস্থিতি যে বেশ প্রভাব ফেলতে চলেছে দর্শকদের মাঝে, তা ট্রেলার দেখেই কিছুটা আন্দাজ করেছেন দর্শকমহল। সবসময়ের মতোই এই ওয়েব সিরিজেও সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে তাকে।

অন্যদিকে এই সিজনে এশা গুপ্তার উপস্থিতি দর্শকদের উচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে আরো কিছুটা। বাবা নিরালা অর্থাৎ ববি দেওল নিজেও নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন এই ‘আশ্রম ৩’এর ট্রেলার। অভিনেতা নিজেও যে রীতিমতো উচ্ছ্বসিত এই ওয়েব সিরিজের আসন্ন সিজন নিয়ে, তা স্পষ্ট। অভিনেত্রীকেও এই ওয়েব সিরিজে একটু অন্যধরনের চরিত্রে দেখা যাবে বলেই আশা করছেন অনুরাগীরা। আপাতত ট্রেলার মুক্তি পাওয়ার সাথে সাথেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দর্শকদের মাঝে। তারা কমেন্টবক্সে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তা তাদের মন্তব্য দেখলেই স্পষ্ট হবে। আপাতত বাবা নিরালার অপেক্ষায় তার ভক্তরা।

About Author