বাংলা তথা হিন্দি সিনেমা জগতের একজন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি গোটা সোশাল মিডিয়া জুড়ে তার অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই, শোরগোল পড়ে গিয়েছে মিডিয়াতে। তার অগণিত ভক্তরা শনিবার থেকেই তার আরোগ্য কামনা করছেন। তবে এখন কেমন আছেন অভিনেতা? সেই প্রসঙ্গেই সম্প্রতি মিডিয়ার সামনে মুখ খুলেছেন অভিনেতার ছেলে মিমো। কি বললেন তিনি! জেনে নিন।
গত শনিবার থেকেই অভিনেতার অসুস্থ হওয়ার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে চারিদিকে। বিজেপি নেতা সঞ্জয় সিংহের পোস্ট থেকেই অভিনেতার অসুস্থতার খবর জানা গিয়েছিল। ছবিতে দেখা গিয়েছিল, অভিনেতা হাসপাতালের বিছানায় পাশ ফিরে শুয়ে রয়েছেন, আর তার হাতে লাগানো রয়েছে স্যালাইনের ছুঁচ। এই ছবি শেয়ার হতেই রীতিমতো ভাইরাল হয়ে যায়। তখন থেকেই তার আরোগ্য কামনা করতে শুরু করে দিয়েছিলেন তার অগণিত ভক্তরা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই প্রসঙ্গে অভিনেতার ছেলে মিমো জানিয়েছেন, এই মুহূর্তে অভিনেতা একেবারেই সুস্থ রয়েছেন। জ্বরের পাশাপাশি অন্যান্য উপসর্গের জন্যই অভিনেতাকে ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পাশাপাশি অভিনেতার ছেলে এও জানান, অভিনেতার কিডনিতে পাথর হয়েছে, আর তার জন্যই এই সমস্ত শারীরিক সমস্যা দেখা দিয়েছে অভিনেতার। উল্লেখ্য, এই মুহূর্তে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন ৭১ বছর বয়সি এই অভিনেতা। অভিনেতা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার পর বিজেপির জাতীয় সচিব, অনুপম হাজরা টুইট করে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি তার সুস্থতা কামনা করেছেন তার অগণিত অনুরাগীরাও।
Get well soon Mithun Da ❤️
তোমার দ্রুত আরোগ্য কামনা করি মিঠুন দা ❤️ pic.twitter.com/yM5N24mxFf— Dr. Anupam Hazra 🇮🇳 (@tweetanupam) April 30, 2022