Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অর্থ-হানি থেকে মুক্তি পেতে বৃহস্পতিবার করুন এই ছোট্ট প্রতিকার, দূর হবে আর্থিক সংকট

সকল মানুষেরই ধনের প্রয়োজন বেছে থাকতে আর মা লক্ষ্মীকে বলা হয় সম্পদের দেবী। বৃহস্পতিক্রবার দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। এই দিনে নিয়ম অনুসারে দেবী লক্ষ্মীর পূজা করা হয়। গুরুবার মায়ের…

Avatar

সকল মানুষেরই ধনের প্রয়োজন বেছে থাকতে আর মা লক্ষ্মীকে বলা হয় সম্পদের দেবী। বৃহস্পতিক্রবার দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। এই দিনে নিয়ম অনুসারে দেবী লক্ষ্মীর পূজা করা হয়। গুরুবার মায়ের আশীর্বাদ পেতে, মাকে গঙ্গাজল দিয়ে অভিষেক করুন এবং তারপরে মায়ের আরতি করুন এবং তাকে নৈবেদ্য করুন। দেবী লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুর পূজা করুন। দেবী লক্ষ্মীকে খুশি করতে গুরুবার অষ্টলক্ষ্মী স্তোত্র পাঠ করা উচিত। এই পাঠ করলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে এবং দুঃখ-বেদনা দূর হয়।

শ্রীঅষ্টলক্ষ্মী স্ট্রোতমঃ

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আদি লক্ষ্মী:
সুমনস বন্দিত সুন্দরী মাধবী চন্দ্র সহোদরী হেমায়ে।
মুনিগন বন্দিত মোক্ষপ্রদায়িনী মঞ্জুল ভাশিনী বেদানুতে।
পাক্কাজবাসিনী দেবসুপুজিত সদ-গুণ বর্ষিণী শান্তিনুতে।
জয় জয় হে মধুসূদন কামিনী আদিলক্ষ্মী পরিপালয়া মা।

ধান্য লক্ষ্মী:
অয়িকালি কল্মশ নাশিনী কামিনী বৈদিক রূপিণী বেদময়ে।
ক্ষীর সমুদ্ভব মঙ্গল রূপানি মন্ত্রনিবাসিনী মন্ত্রানুতে।
মঙ্গলদায়িনী অম্বুজবাসিনী দেবগণশ্রিত পদ্যুতে।
জয় জয় হে মধুসূদনকামিনী ধান্যলক্ষ্মী পরিপালয়া মা।

ধৈর্য্য লক্ষ্মীঃ
জয়বর্ষিণী বৈষ্ণব ভার্গবী মন্ত্র স্বরূপাণি মন্ত্রময়।
শীঘ্রই ফলদায়ক জ্ঞান বিকাশ, শাস্ত্রের পূজা করলেন সুরগান।
ভবভয়হারিণী পাপবিমোচনী ঋষি জনশ্রিত পদ্যুতে।
জয় জয় হে মধুসূদন কামিনী ধৈর্যলক্ষ্মী সদাপালয় মা।

গজা লক্ষ্মী:
জয় জয় দুর্গতি নাশিনী কামিনী বৈদিক রূপিণী বেদাময়।
রাধাগজ তুরগপদতি সমাবৃত কিন মন্দিত লোকনুতে।
হরিহর ব্রহ্ম সুপূজিত সেবাতা তাপ নিবারিণী পদ্যুতে।
জয় জয় হে মধুসূদন কামিনী গজলক্ষ্মী রূপেন পালায় মা।

শিশু লক্ষ্মী:
অয় খগবহিনী মোহিনী চক্রাণী রাগবিবর্ধিনী জ্ঞানময়।
গুণগানবারিধি লোকিতৈশিনী সপ্তস্বর ভূষিত গণুতে।
সকল সুরাসুর দেব মুনিশ্বর মানব বন্দিত পদ্যুতে।
জয় জয় হে মধুসূদন কামিনী সান্তানলক্ষ্মী পরিপালয়া মা।

বিজয় লক্ষ্মী:
জয় কমলাসানি সদ-গতি দায়িনী জ্ঞানবিকাশিনী গানময়।
অনুদিন মর্চিত কুমকুম ধূসর ভূষিত বসিৎ ভাদ্যনুতে।
কনকধারস্তুতি বৈভব বন্দিত শঙ্করদেশিক বৈধ পদ।
জয় জয় হে মধুসূদন কামিনী বিজয়ক্ষ্মী পরিপালয়া মা।

বিদ্যা লক্ষ্মী:
প্রণত সুরেশ্বরী ভারতী ভার্গবী শোকবিনাশিনী রত্নময়।
মণিময় ভূষিত কর্ণবিভূষণ শান্তিতে হাস্যকর।
নবনিদ্ধিদায়িনী কালীমলহারিণী কামিত ফলপ্রসূ হস্ত্যুতে।
জয় জয় হে মধুসূদন কামিনী বিদ্যালক্ষ্মী সদা পালায় মা।

ধন লক্ষ্মী:
ধিমিধিমি দীন্ধিমি দিন্ধিমি-দীন্ধিমি দুন্ধুবি নাদ সুপূর্ণাময়ে।
ঝুমঝুম ঘুংঝুম ঘুংঝুম শঙ্খ নিনাদ সুবাদানুতে।
বেদ পুরাণেতিহাস হল সু-উপাসিত বৈদিক পথ।
জয় জয় হে কামিনী ধনলক্ষ্মী রূপেন পালায় মা।
অষ্টলক্ষ্মী নমস্তুভ্যাম বর্দে কামরূপিণী।
বিষ্ণুবক্ষঃ স্থলরুধে ভক্তমোক্ষপ্রদায়িনী।
শঙ্খচক্র গদাহস্তে বিশ্বরূপিনীতে জয়ঃ।
জগন্মাত্রে চ মোহিনী মঙ্গলম্ শুভ মঙ্গলম্।

এই অষ্ট লক্ষীর শ্রুতি পাঠ করুন প্রত্যেক বৃহস্পতিবারে ও মাকে খুশি রাখুন এবং নিশের ঘরে নিশ্চচলা করে ধরে রাখুন। বাড়বে ধনের পরিমাপ এবং থাকবে সংসারে সুখ ও শান্তি।

About Author