বিগত কয়েক বছরে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে শুরু করেছে এবং এখন অনেকেই এই ধরনের প্ল্যাটফর্মের কনটেন্ট পছন্দ করে থাকেন। এই মুহূর্তে যে সমস্ত কনটেন্ট এই ধরনের প্ল্যাটফর্মে উপলব্ধ থাকে তার মধ্যে অন্যতম হলো রোম্যান্টিক ভিডিও কনটেন্ট। তবে এইসব ভিডিওতে একাধিক বোল্ড দৃশ্য এবং তার সাথেই সাহসিকতার মাত্রা অনেকটাই বেশি থাকে। কিছু দৃশ্য তো এমনও থাকে যেগুলি সাহসিকতার সমস্ত মাত্রা অতিক্রম করে ফেলে।
তবে তার থেকেও বড় বিষয় হলো এই সমস্ত সিরিজের অভিনেতা ও অভিনেত্রী। তারাই কিন্তু এই ওয়েব সিরিজকে সফল করে তোলে। এরকম একজন অভিনেত্রী হলেন পূজা ব্যানার্জি। তিনি একাধিক বোল্ড ওয়েব সিরিজে নিজের অভিনয়ের মাধ্যমে একেবারে চার চাঁদ লাগিয়ে দিয়েছেন। এই অভিনেত্রীর অভিনয়ের ব্যাপারে যত কম বলা হয় ততই কম।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রথমে রেইন ওয়েব সিরিজে দেখা গেছিলো তাকে। এরপর বেকাবু ওয়েব সিরিজেও তাকে আমরা দেখেছিলাম অভিনয় করতে। এরপর লাভ বাইটস ওয়েব সিরিজে তার অভিনয় নজর কেড়েছে। এছাড়াও হ্যালো মিনি ওয়েব সিরিজেও তার অভিনয় দারুন ছিল। এর পরেও বেকবু ২ ওয়েব সিরিজেও তার অভিনয় বেশ নজর কেড়েছিল।