Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dev-Jeet: রুক্মিণীর সামনে দেবকে জড়িয়ে ধরে চুমু জিতের, লজ্জায় লাল অভিনেতা

মার্চ মাসের শেষের দিক থেকেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে টলিউডের সুপারস্টার জিৎ'এর সঞ্চালিত রোমান্টিক রিয়্যালিটি শো 'ইস্মার্ট জোরি'। ইতিমধ্যেই এই শো দর্শকদের মনে ধরেছে। এই মঞ্চ বীরভূমের ভুবন বাদ্যকর…

Avatar

মার্চ মাসের শেষের দিক থেকেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে টলিউডের সুপারস্টার জিৎ’এর সঞ্চালিত রোমান্টিক রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোরি’। ইতিমধ্যেই এই শো দর্শকদের মনে ধরেছে। এই মঞ্চ বীরভূমের ভুবন বাদ্যকর নিজের কথা ও গান দিয়েই মাতিয়ে রাখেন। সম্প্রতি এই মঞ্চেই নিজেদের আসন্ন ছবি ‘কিশমিশ’এর প্রচারে এসেছিলেন দেব-রুক্মিণী। আর সেখানেই সকলের সামনে দেবকে চ্যালেঞ্জ করে বসেছেন স্বয়ং বাদামকাকু, যা শুনে রীতিমত অবাক হয়ে গিয়েছেন দেব নিজেও। পাশাপাশি দেবের গালে সকলের সামনেই চুমু দিলেন জিৎ, লজ্জায় লাল অভিনেতা।

‘ইস্মার্ট জোরি’র মঞ্চে প্রায়ই ঘটতে থাকে একাধিক রোমান্টিক ঘটনা। সম্প্রতি সেই মঞ্চেই নিজেদের ছবির প্রচারের উদ্দেশ্যে উপস্থিত হয়েছিলেন দেব ও রুক্মিণী মৈত্র। এই মুহূর্তে সেই প্রোমোই রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। দেখানো হয়েছে টেলিভিশনের পর্দাতেও। আসন্ন এই প্রোমোতে টলিউডের অন্যতম সুপারস্টার দেবকে চ্যালেঞ্জ জানিয়েছেন, ভুবন বাদ্যকর অর্থাৎ সকলের প্রিয় বাদামকাকু।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রোমোতে দেখা গিয়েছে, ভুবনবাবু নিজের স্ত্রীর গালে সকলের সামনে চুমু খেয়ে দেবকে সেই একই কাজ করার জন্য চ্যালেঞ্জ জানান। এই কথা শুনে রীতিমত অবাক হয়ে যান অভিনেতা নিজেও। ভুবনবাবু আসলে আকারে-ইঙ্গিতে বোঝাতে চেয়েছিলেন, তিনি যেন সকলের সামনে ঐ মঞ্চে দাঁড়িয়েই রুক্মিণী মৈত্রকে চুমু খান। তবে শেষপর্যন্ত এই ঘটনা এই মঞ্চে ঘটবে কিনা! তা দেখার অপেক্ষায় রয়েছেন এই তারকা জুটির অগণিত ভক্তরা।

তবে এই ঘটনার পাশাপাশি আরও একটি ঘটনা ঘটেছে এদিন এই রিয়্যালিটি শোয়ের মঞ্চে। এদিন এই তারকা জুটিকে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকতে বলা হয়েছিল। এই খেলার কথা শুনে অভিনেতা জানিয়েছিলেন, এমনভাবে অভিনেত্রীর দিকে তাকিয়ে থাকা তার অভ্যাস রয়েছে। যার উত্তরে জিৎ জানান, অভ্যাসের থেকে আরও বেশীক্ষণ তাকিয়ে থাকতে হবে, যা শুনে লজ্জা পেয়েছিলেন দুজনেই। এরপর অভিনেতা আরো জানান, এই মঞ্চে যদি তিনি আর দেব একে অপরের দিকে তাকিয়ে থাকেন, তাহলে সেটাও দর্শকরা উপভোগ করবেন। এই কথা শুনে সকলের পাশাপাশি রীতিমতো হেসে ফেলেন রুক্মিণী মৈত্রও।

এরপরে জিৎ মজার ছলে আরো বলেন, তিনি যদি এই মঞ্চে দাঁড়িয়েই দেবকে চুমু খান তাহলে সেটাও উপভোগ করবেন দর্শকরা। আর তিনি যদি চুমু খান তাহলে ঠোঁটেই খাবেন। জিৎ’এর এই কথা শুনে চমকে গিয়েছিলেন দেব নিজেই। এরপর গোলাপ ফুল হাতে অভিনেতার দিকে এগিয়ে আসেন সঞ্চালক। তাকে জড়িয়ে ধরে চুমুও খান। তবে সেটা ঠোঁটে নয় গালে। সঞ্চালকের কবল থেকে ছাড়া পাওয়ার পর দেবের মুখ দেখেই স্পষ্ট ছিল, তিনি রীতিমতো লজ্জায় লাল হয়ে গিয়েছেন। আর তার এই অবস্থা দেখে রুক্মিণীর পাশাপাশি হাসি থামছিল না বাকিদেরও।

About Author