খুব শীঘ্রই দাদাগিরির মঞ্চে উপস্থিত থাকতে দেখা যাবে ‘কিশমিশ’এর টিমকে। এই মঞ্চে ছবির প্রচারের খাতিরেই আসবেন তারা। দাদাগিরির মঞ্চ গোটা বাংলার মানুষের কাছে পৌঁছানোর অন্যতম মাধ্যম। এদিন দাদাগিরি সেটে এসে দাদাকে সামনে পেয়ে সুযোগ ছাড়েননি দেব-রুক্মিণীও। দাদাকে সাথে নিয়েই বানালেন ইনস্টারিল ভিডিও। আপত্তি করেননি দাদাও। হাসিমুখেই এই রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে তাকে। ভিডিওটি বানানোর সময় মঞ্চে উপস্থিত ছিলেন আরো অনেকেই। তারাও খুশিমনে সামিল হয়েছিলেন এই ট্রেন্ডে। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার। আগামী ২৯’শে এপ্রিল প্রেক্ষাগৃহে রাহুল মুখার্জ্জী পরিচালিত ‘কিশমিশ’ মুক্তি পেতে চলেছে। অপেক্ষায় দর্শকরাও। ছবির ট্রেইলার ও একাধিক গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকদের মাঝে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।উল্লেখ্য, খুব শীঘ্রই শেষ হতে চলেছে ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ৯’। যার এই সিজনের মূলমন্ত্র ছিল, ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ৯, হাত বাড়ালেই বন্ধু হয়’। তবে এবার শেষের পথে দাদাগিরি। তার জায়গায় শুরু হতে চলেছে বাংলার সবথেকে বড় গানের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে অডিশন পর্ব। তবে এখনো পর্যন্ত দাদাগিরির ফাইনালের তারিখ ঘোষণা করা হয়নি। তবে কয়েকদিন আগেই দাদা নিজে একটি ছবি শেয়ার করে দাদাগিরি শেষ হয়ে যাওয়ার আভাস দিয়েছেন, যা নজরে এসেছে দাদাগিরি ভক্তদের।
Dadagiri: দেব- রুক্মিণীর গানে গা ভাসালেন স্বয়ং দাদা, দেখুন ভিডিও
'দাদাগিরি আনলিমিটেড সিজন ৯' গোটা বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় গেম রিয়্যলিটি শো, যার সঞ্চালনার দায়িত্বে থাকেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী। যার প্রতিটি এপিসোডে থাকে নতুন নতুন চমক। উপস্থিত থাকেন…

আরও পড়ুন