Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Arijit Singh: এতটা সাধারন কিভাবে? অরিজিৎ সিংয়ের ছবি ভাইরাল হতেই প্রশ্ন অধিকাংশের

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় অরিজিৎ সিংয়ের একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে তিনি একেবারে সাধারণ পোশাকে আর পাঁচটা বাবা-মায়ের মতোই নিজের ছেলেকে নিয়ে গিয়েছেন বহরমপুরের একটি স্কুলে। সেখানে…

Avatar

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় অরিজিৎ সিংয়ের একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে তিনি একেবারে সাধারণ পোশাকে আর পাঁচটা বাবা-মায়ের মতোই নিজের ছেলেকে নিয়ে গিয়েছেন বহরমপুরের একটি স্কুলে। সেখানে গিয়েই আর পাঁচজনের মতো তিনিও নিজের সন্তানের জন্য রীতিমতো উদ্বিগ্ন হয়ে রয়েছেন। স্কুলের গেটের বাইরে সকলের মাঝে দাঁড়িয়েই ফোন করছেন এদিক-ওদিক। আর সেই দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ার সেনসেশন।

Arijit Singh: এতটা সাধারন কিভাবে? অরিজিৎ সিংয়ের ছবি ভাইরাল হতেই প্রশ্ন অধিকাংশের

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বলিউড-টলিউড কাঁপানো গায়ক তিনি। যার গান শুনলে প্রেমের না পরা মানুষটারও বিরহী ভাব আসে। যার কণ্ঠে ভগবান দিয়েছেন একরাশ বেদনা। বলিউড হোক কিংবা টলিউড তার নামটাই যথেষ্ট। যার ঝুলিতেও রয়েছে একরাশ পুরস্কার। একেবারে শূন্য থেকে আকাশ ছুঁয়েছেন তিনি। তবে এখনো সেই জিয়াগঞ্জের ছেলেটাই রয়ে গিয়েছেন অরিজিৎ সিং। বলিউড ও টলিউড থেকে গায়ক পেয়েছেন বিলাসবহুল জীবন যাপনের সুযোগ। তবে তিনি সাধারণ জীবনেই যাপন করতে অভ্যস্ত হয়ে পড়েছেন। নিজের সন্তানকেও সেই শিক্ষাই দিতে চান তিনি।

তবে গায়কের এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই অনেকেই রীতিমত অবাক হয়েছেন এত সাধারন অরিজিৎ সিংকে দেখে। এত বড় মাপের একজন তারকা যার কিনা একটা বড় বিলাসবহুল গাড়ি থামিয়ে নামা উচিৎ ছিল, সে কিনা একেবারে সাধারণভাবেই নিজের সন্তানকে নিয়ে চলে এসেছেন স্কুলে। আর পোশাকের কথা বলতে গেলে বলতে হয়, সেটা ছিল আরোই সাধারন। জিয়াগঞ্জের মানুষের কাছ থেকে বহুবার শোনা গিয়েছে, এখনো জিয়াগঞ্জে নিজের বাড়িতে এলে স্কুটি নিয়ে টোটো করে চারিদিকে ঘুরে বেড়াতে দেখা যায় গায়ককে। আর পাঁচজনের মতোই থাকতে পছন্দ করেন তিনি। তবে ছবি তুলতে তার ঘোর আপত্তি। আর তার বহু প্রমাণ পেয়েছে নেটনাগরিকরা।

About Author