Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সিড ও মিঠাইয়ের সামনে ফিকে হয়ে গেল ঋষি-পিহুর প্রেম, তুফান মেলকে চোখে হারাচ্ছে উচ্ছেবাবু

বর্তমানে বাংলার ১নং ধারাবাহিক জি বাংলার 'মিঠাই'। মাঝে বেশ কয়েকসপ্তাহ নিজের প্রথম স্থান হারালেও এখন সিদ্ধার্থ ও মিঠাইয়ের গদগদ প্রেম আবারো এই ধারাবাহিককে ফিরিয়ে দিয়েছে তার এক নম্বর স্থান। সম্প্রতি…

Avatar

বর্তমানে বাংলার ১নং ধারাবাহিক জি বাংলার ‘মিঠাই’। মাঝে বেশ কয়েকসপ্তাহ নিজের প্রথম স্থান হারালেও এখন সিদ্ধার্থ ও মিঠাইয়ের গদগদ প্রেম আবারো এই ধারাবাহিককে ফিরিয়ে দিয়েছে তার এক নম্বর স্থান। সম্প্রতি ধারাবাহিকের গল্প অনুযায়ী, এই মুহূর্তে মিঠাই বিজনেস উইমেনের পুরস্কার পেয়েছে। আর সেই আনন্দেই মোদক বাড়িতে চলছে উৎসব। বলাই বাহুল্য, ধারাবাহিকের পর্দায় সিদ্ধার্থ রীতিমতো চোখে হারাচ্ছে মিঠাইকে, তা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন পরে না।

তবে ধারাবাহিকের পর্দায় এই মুহূর্তে জি বাংলার তুফান মেলের সাথে উচ্ছবাবুর রোমান্স রীতিমতো হার মানিয়েছে স্টার জলসার ঋষি-পিহুর রোমান্সকে। মিঠাই রানীর সামনে কেউ টিকতে পারছে না আর। তবে খুব শীঘ্রই ‘মিঠাই’তে আসতে চলেছে নতুন টুইস্ট। ষড়যন্ত্রের শিকার হবে মিঠাইয়ের উচ্ছেবাবু। ইতিমধ্যেই সেই প্রোমো সম্প্রচারিত হয়েছে টেলিভিশনের পর্দায়, যা রীতিমতো শোরগোল ফেলেছে এই ধারাবাহিকের ভক্তদের মাঝে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রোমোতে দেখানো হয়েছে ষড়যন্ত্র করে লরির সাহায্যে হাইওয়ে থেকে সিদ্ধার্থের গাড়ি ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে জলে। পরে পরিবারের সমস্ত সদস্যদের উপস্থিতিতে উদ্ধার করা হবে সেই গাড়ি। কিন্তু পাওয়া যাবেনা সিদ্ধার্থকে। পরে রকস্টার হিসেবে ফিরে আসবে সিদ্ধার্থ। সে সিদ্ধার্থ কিনা নাকি তার মতো দেখতে অন্য কেউ? মিঠাই কি আবারো ফিরে পাবে তার উচ্ছেবাবুকে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আসন্ন এপিসোডগুলিতেই। আগামী দিনে কি হতে চলেছে মিঠাইয়ের সাথে! তা জানতে গেলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

About Author