Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাদামকাকু ও হিরো আলমের যুগলবন্দী, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে নতুন গান

বাংলাদেশের হিরো আলম আর পশ্চিমবঙ্গের ভুবন বাদ্যকর ওরফে বাদামকাকু মিলে গেল। একসাথে গান বানাচ্ছেন তারা। এই মুহূর্তে কলকাতায় বাংলাদেশের নায়ক-গায়ক হিরো আলম। কলকাতাতে দমদম বিমানবন্দরে পৌঁছে ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছিলেন,…

Avatar

বাংলাদেশের হিরো আলম আর পশ্চিমবঙ্গের ভুবন বাদ্যকর ওরফে বাদামকাকু মিলে গেল। একসাথে গান বানাচ্ছেন তারা। এই মুহূর্তে কলকাতায় বাংলাদেশের নায়ক-গায়ক হিরো আলম। কলকাতাতে দমদম বিমানবন্দরে পৌঁছে ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছিলেন, শনি ও রবিবার তিনি চমক দেবেন তার ভক্তদের পাশাপাশি সকল বাংলার মানুষকে। ইতিমধ্যেই সেই চমক প্রকাশ পেয়েছে। ভুবনবাবুর সাথে ছবি ভাইরাল হয়েছে হিরো আলমের। জানুন বিস্তারিত।

বাংলার জনপ্রিয় ‘কাঁচা বাদাম’এর গায়ক ভুবন বাদ্যকর। বাংলাদেশের নায়ক-গায়ক হিরো আলম। তিনি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার কমেডি কনটেন্টও বটে। জানা গেছে, ইতিমধ্যেই এই দুই সোশ্যাল মিডিয়া সেনসেশন লেকটাউনের একটি স্টুডিওতে গান রেকর্ডিং করেছেন। তাদের একসাথে গান রেকর্ডিং করার ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গানটির কথা দিয়েছেন, এফ এ প্রীতম। সঙ্গীত পরিচালক, অজিত সাহিন। প্রযোজনার দায়িত্বে ছিল, যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল। গানটির নাম ‘ফানি’। গানের রেকর্ডিং শেষ হলেও ভিডিও বানানোর কাজ বাকি রয়েছে এখনো। জানা গেছে, খুব শীঘ্রই সেই ভিডিও বানানোর কাজও শুরু হয়ে যাবে। গানটি মিউজিক ভিডিও আকারেই মুক্তি পাবে, তা এতক্ষণে স্পষ্ট। সালাউদ্দিন গোলদার এই মিউজিক ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন।

হিরো আলম নিজের অদ্ভুত সাজ-পোশাক ও কর্মকাণ্ডের জন্যই সোশ্যাল মিডিয়াতে চর্চার আলোতে উঠে এসেছিলেন। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই বর্তমানে তিনি পরিচিত হয়েছেন বহু মানুষের কাছে। তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আদার ফলোয়ার্স নেহাতই কম নয়। এবার বাদামকাকুকে সঙ্গে নিয়েই ভাইরাল হতে চান তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার একাধিক নেটিজেন অপেক্ষায় রয়েছেন তাদের এই নতুন যুগলবন্দী শোনার জন্য। তাদেরই যুগলবন্দী ঠিক কেমন হতে চলেছে? তা জানার জন্য আগ্রহী গোটা নেটদুনিয়া।

About Author