Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শহরের বহু স্কুল মেয়ে অন্বেষাকে ভর্তি নেয়নি, অকপট অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

স্বস্তিকা মুখোপাধ্যায় টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম। সুন্দরী হওয়ার পাশাপাশি স্পষ্টবাদীও তিনি। সোশ্যাল মিডিয়ার পাতাতেও তিনি ভীষণভাবে অ্যাক্টিভ। তার শেয়ার করা যেকোন পোস্টেই ভাইরাল হয় নিমেষে। মিডিয়াতে কোনো না…

Avatar

স্বস্তিকা মুখোপাধ্যায় টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম। সুন্দরী হওয়ার পাশাপাশি স্পষ্টবাদীও তিনি। সোশ্যাল মিডিয়ার পাতাতেও তিনি ভীষণভাবে অ্যাক্টিভ। তার শেয়ার করা যেকোন পোস্টেই ভাইরাল হয় নিমেষে। মিডিয়াতে কোনো না কোনো কারণে চর্চায় থাকেন তিনি। অনেকসময় বডি শেমিংয়ের জন্যও চর্চায় উঠে আসতে দেখা যায় এই অভিনেত্রীকে। সম্প্রতি আবারো একটি ভিডিওর সূত্র ধরেই চর্চিত স্বস্তিকা মুখোপাধ্যায়।

স্টার জলসার পর্দায় বছর কয়েক আগে শাশ্বত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অপুর সংসার’ নামক একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখানেই সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে তিনি অকপটে জানিয়েছিলেন কিছু কথা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সরাসরি সঞ্চালক অভিনেত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, বর্তমান যুগে দাঁড়িয়ে একা মা হওয়াটা ঠিক কতটা কঠিন? এর উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন, একা মা হয়ে নিজের মেয়ে অন্বেষাকে নিয়ে সেইসময় ভীষণভাবে সমস্যায় পড়েছিলেন। তিনি যেহেতু সিঙ্গেল মাদার ছিলেন সেহেতু মেয়ে অন্বেষাকে কোন স্কুলে ভর্তি করাতে পারছিলেন না। প্রায় সমস্ত স্কুলের তরফ থেকেই ছেলে-মেয়ের বাবা-মাকে একসাথে উপস্থিত থাকতে বলা হত। কিন্তু সেই পরিস্থিতিতে তিনি একা মা হওয়ায় ভীষণভাবে সমস্যায় পড়েছিলেন।

তিনি এও জানিয়েছেন, সেইসময় নিজের বাবা সন্তু মুখোপাধ্যায়কে নিয়েও তিনি স্কুলে যেতেন অন্বেষাকে ভর্তি করার জন্য। তবে সব জায়গাতেই নিরাশ হতে হতো। সকলেই শেষে একটাই কথা বলতেন ‘পরের বছর চেষ্টা করবেন’। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, তবে কি সমস্ত একা মায়ের সন্তানরা এভাবেই ভোগান্তি সহ্য করে যাবে!

এরপরে সঞ্চালক আরও জিজ্ঞাসা করেন, তিনি ভবিষ্যতে আবারো বিয়ে করবেন কিনা? এই প্রশ্নের উত্তরে এতোটুকু না চিন্তা করে তিনি উত্তর দিয়েছিলেন, তিনি আর কখনোই বিয়ে করবেন না। কারণ তিনি আর কখনোই আইনি সসমস্যায় জড়াতে চান না। ১৭ বছর ধরে ডিভোর্স পাবার জন্য আদালতের লড়ে গিয়েছিলেন তিনি। তিনি ভবিষ্যতে নিজের পছন্দের মানুষের সাথে থাকলেও আইনি কোনো বিষয়ে জড়াতে চান না। তার এই স্পষ্ট উত্তর শুনে তার প্রশংসাই করেছিলেন সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়।

About Author