Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শাঁখা-সিঁদুরে পরে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী, ভাইরাল ছবি

চলতি বছরের শুরুতেই অয়ন দে পরিচালিত 'ভয় পেও না' ছবির ঘোষণা হয়েছিল। জানা গিয়েছিল, এই ছবিতে প্রথমবারের জন্য জুটি বাঁধতে চলেছেন ওম সাহানি ও শ্রাবন্তী চ্যাটার্জী। ইতিমধ্যেই এই ছবিতে তাদের…

Avatar

চলতি বছরের শুরুতেই অয়ন দে পরিচালিত ‘ভয় পেও না’ ছবির ঘোষণা হয়েছিল। জানা গিয়েছিল, এই ছবিতে প্রথমবারের জন্য জুটি বাঁধতে চলেছেন ওম সাহানি ও শ্রাবন্তী চ্যাটার্জী। ইতিমধ্যেই এই ছবিতে তাদের একাধিক লুকের ঝলক মিলেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই নতুন জুটিকে বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন অনেকেই। তবে সম্প্রতি জানা গেছে, খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অয়ন দে পরিচালিত এই ছবি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কয়েকদিন আগেই কাশ্মীরে গিয়ে এই ছবির গানের শুটিং সেরে এসেছেন তারা। বরফের মাঝে ওম শ্রাবন্তীর রোমান্স দেখে চোখ কপালে নেটনাগরিকদের। উল্লেখ্য, সেখানে উপস্থিত ছিলেন ওম সাহানির স্ত্রী মিমি দত্তও। এয়ারপোর্ট থেকেও তারা ছবি শেয়ার করেছিলেন নেটমাধ্যমে।

ছবিতে ডঃ আকাশ চট্টোপাধ্যায়ের স্ত্রী অনন্যার চরিত্রে দেখা মিলবে অভিনেত্রীর। ছবিতে অনন্যাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টায় থাকবেন আকাশের মা। শাশুড়ির সাথে ছবিতে একেবারেই সম্পর্ক ভালো নয় অনন্যার। আর এর মাঝেই টুইস্ট আনবে ভুত। আগামী ২৭’শে মে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অয়ন দে’র এই হরর-থ্রিলার। এর আগেও একই ছবিতে দেখা মিলেছিল ওম ও শ্রাবন্তীর তবে সেখানে তাদের সাথে ছিলেন দর্শনা বণিক ও সোহম চক্রবর্তী। তবে এবার জুটি হিসেবে প্রথমবার বড়পর্দায় ওম-শ্রাবন্তী।

তবে অয়ন দে পরিচালিত ‘ভয় পেও না’র দর্শকদের মাঝে সাফল্য পাওয়ার রাস্তা খুব একটা সহজ হবে না। ঐ একইদিনে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে যশ ও এনা অভিনীত ‘চিনাবাদাম’। পাশাপাশি প্রসেনজিৎ ও দিতিপ্রিয়া অভিনীত ‘আয় খুকু আয়’ ছবিটিও মুক্তি পাচ্ছে সেইসময়ই। এমনকি তার কয়েকদিন আগেই মুক্তি পাবে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশুরু’। এত ছবির মাঝে ওম-শ্রাবন্তী জুটি ঠিক কতটা প্রভাব ফেলবে! তা সত্যিই বলা মুশকিল। এখন শুধুই সময়ের অপেক্ষা।

About Author