Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Avneet Kaur: কালো ব্রালেটে বোল্ড ফটোশুট অভনীতের, উষ্ণতা ছড়িয়েছেন নেটদুনিয়ায়

অভনীত কৌর ছোটপর্দার পাশাপাশি পৌঁছে গিয়েছেন বড়পর্দাতেও। মাত্র ২০ বছর বয়সেই এক আকাশ সমান সাফল্য অর্জন করেছেন তিনি। বর্তমানের তরুণ অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। খুব অল্পসময়ের মধ্যেই…

Avatar

অভনীত কৌর ছোটপর্দার পাশাপাশি পৌঁছে গিয়েছেন বড়পর্দাতেও। মাত্র ২০ বছর বয়সেই এক আকাশ সমান সাফল্য অর্জন করেছেন তিনি। বর্তমানের তরুণ অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। খুব অল্পসময়ের মধ্যেই নিজের একটা পরিচিতি তৈরি করে ফেলেছেন বলিউড ইন্ডাস্ট্রিতে। বলাই বাহুল্য, অভনীতের মত এমন হাতেগোনা কয়েকজন তারকা রয়েছেন যারা এত কম বয়সেই এতটা সাফল্য অর্জন করেছেন।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ তিনি। নেটমাধ্যমে তার ফলোয়ার্স মিলিয়নে কথা বলে। তার শেয়ার করা যেকোনো ছবি কিংবা ভিডিও নিমেষের মধ্যে পৌঁছে যায় লাখো মানুষের কাছে। অভনীত কৌর কোন না কোন কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। সম্প্রতি নিজের একটি বোল্ড ফটোশুটকে কেন্দ্র করে আবারো চর্চায় তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটে অংশগ্রহণ করতে দেখা যায় তাকে। সম্প্রতি কালো ঢিলাঢালা প্যান্ট ও ব্রালেটে ক্যামেরার সামনে বিভিন্ন ধরনের পোজ দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এর সাথে একটি ক্রপ শার্ট পরলেও বোল্ড লুকের জন্য তার চেন খুলে রেখেছিলেন তিনি। এই পোশাকে কখনো দাঁড়িয়ে, কখনো শুয়ে, আবার কখনো আধশোয়া অবস্থায় ছবি তুলেছেন অভিনেত্রী।

এই বোল্ড লুকের পাশাপাশি খোলা চুলে, স্মোকি মেকাপে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। একটি ছবিতে তার প্যান্টের বোতাম পর্যন্ত খোলা ছিল। সেই ছবিতে একটি বড় কাউচের উপর শুয়ে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই পোশাকে তিনি তুলেছেন একাধিক ছবি। খেপে খেপে সেগুলো শেয়ারও করে নিয়েছেন তিনি, যা পছন্দ হয়েছে লাখো মানুষের। তার রূপে মুগ্ধ হয়েছেন তার অগণিত ভক্তদের পাশাপাশি নেটনাগরিকরাও। ছবির পাশাপাশি একটি ইনস্টারিলও বানিয়েছেন তিনি। এই মুহূর্তে যার ভিউজ মিলিয়নে পৌঁছে গিয়েছে।

উল্লেখ্য, অভিনেত্রী আপাতত ‘টিকু ওয়েডস্ শেরু’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এই আসন্ন ছবিটি কঙ্গনা রানাউতের নির্দেশনায় তৈরি হতে চলেছে। এই ছবিতে অভিনেত্রীর সাথে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। তবে এই মুহূর্তে অভিনেত্রীর ভক্তরা তাকে বড়পর্দায় দেখার জন্য দিন গুনছেন।

About Author