Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন লাস্যময়ী লুকে নেটিজেনদের কাবু করল ‘আশ্রম’-র ববিতা বৌদি, মুহূর্তে ভাইরাল ইন্টারনেটে

টলিউড ইন্ডাস্ট্রি বা বলিউড ইন্ডাস্ট্রি, এমনকি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অভিনয় করে গোটা ভারতবর্ষের কাছে বেশ জনপ্রিয় অভিনেত্রী হলেন ত্রিধা চৌধুরী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবু সিরিজের "মিশর রহস্য" থেকে অভিনয় জগতে পা…

Avatar

টলিউড ইন্ডাস্ট্রি বা বলিউড ইন্ডাস্ট্রি, এমনকি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অভিনয় করে গোটা ভারতবর্ষের কাছে বেশ জনপ্রিয় অভিনেত্রী হলেন ত্রিধা চৌধুরী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবু সিরিজের “মিশর রহস্য” থেকে অভিনয় জগতে পা রেখেছিলেন এই অভিনেত্রী। তারপর তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছানোর হিন্দি ওয়েব সিরিজ “আশ্রম” এ ববিতা বৌদি চরিত্রে অভিনয় করে। ববি দেয়ালের সাথে ত্রিধার অন্তরঙ্গ ঘনিষ্ঠ মুহূর্ত লক্ষ লক্ষ নেটিজেনের রাতের ঘুম উড়িয়েছে, এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরী বরাবর তার সাহসী মানসিকতার জন্য সোশ্যাল মিডিয়াতে সুপার ট্রেন্ডিং হয়ে ওঠেন। মাঝেমাঝেই অন্তরঙ্গ মুহূর্তের সিনে নিজেকে যেমন সঁপে দেন, তেমন কখনো আবার সোশ্যাল মিডিয়াতে ছোটখাটো পোশাক পরে বা সাহসী পোজে ছবি তুলে চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। আসলে পরিচালক প্রকাশ ঝা এর আশ্রম ওয়েব সিরিজে অভিনয় করার পর থেকে অভিনেত্রী ত্রিধার জনপ্রিয়তা উল্লেখ্যযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এখন অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করলেই তা মুহূর্তের মধ্যে টক অফ দ্যা টাউন হয়ে ওঠে। আসলে অভিনেত্রী ফ্যানেরা ছবিতে রীতিমতো লাইক ও কমেন্ট এর বন্যা বয়ে দেন। তাই তো ছবি পোস্ট করলেই দাবানলের মতো তা ইন্টারনেটের আনাচে কানাচে ছড়িয়ে যায়। সম্প্রতি অভিনেত্রী নিজের ওয়ার্ক আউট লুকের একটি ছবি পোস্ট করেন যা মাত্র কিছু ঘন্টার মধ্যে ইন্টারনেটে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে।

এবারের ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী ত্রিধা চৌধুরী একটি পিচ রঙের ফিটনেস আউটফিট পরেছেন। তাতে অভিনেত্রীকে যে অসম্ভব সুন্দরী লাগছিল তা বলার অপেক্ষা রাখে না। অভিনেত্রীর এমন কিলার লুকে অনেকেই মন দিয়ে বসেছেন। ত্রিধা চৌধুরী ছবি পোস্ট করে ক্যাপশন দিয়ে লিখেছেন, “সানডে স্ট্রেচ”। ছবিতে নেটিজেনরা বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন এবং অনেকেই ছবিটি শেয়ার করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিধা চৌধুরী বর্তমানে বিক্রম ভাটের ওয়েবসিরিজ স্পটলাইট এ কাজ করছেন। এছাড়া খুব শীঘ্রই রণবীর কাপুরের সাথে বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে।

About Author