Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আসছে বাহুবলী ৩, ‘আর আর আর’এর প্রচারে আভাস দিলেন রাজামৌলি

এই মুহূর্তে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি রীতিমতো কাপাঁচ্ছে বক্সঅফিস। বলিউডের তারকাদের রীতিমতো টেক্কা দিচ্ছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা। তাদের সামনে এই মুহূর্তে টিকতে পারছে না বলিউড, যা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে…

Avatar

এই মুহূর্তে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি রীতিমতো কাপাঁচ্ছে বক্সঅফিস। বলিউডের তারকাদের রীতিমতো টেক্কা দিচ্ছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা। তাদের সামনে এই মুহূর্তে টিকতে পারছে না বলিউড, যা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে সকল পরিচালকদের কপালে। এখন সকল পরিচালকরাই দক্ষিণী অভিনেতাদের দিকে বেশি ঝুঁকছেন। তারা নিজেদের ছবিতে কাস্ট করতে চাইছেন তাদের।

এই মুহূর্তে এস এস রাজামৌলি পরিচালিত ‘আর আর আর’ বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছে। সেই নিয়ে মিডিয়াতে নিত্যদিন চলছে চর্চা। তবে এরপরেই নাকি আসতে চলেছে রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী ৩’। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘আর আর আর’ ছবির প্রচারের সময়ই পরিচালক ‘বাহুবলি ৩’এর আভাস দিয়েছিলেন। তখন থেকেই অপেক্ষায় ছিলেন ভক্তরা। তবে পরিচালক জানিয়েছেন, এখনই এই ছবির শুটিং শুরু করছেন না তিনি। কারণ এই মুহূর্তে তার হাতে রয়েছে একাধিক কাজ। সেইসমস্ত কাজ শেষ করেই হাত দেবেন এই ছবির কাজে। তবে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেবেন ‘বাহুবলী ৩’এর শুটিং, যা শুনে এখন থেকেই অপেক্ষায় দিন গুনতে শুরু করে দিয়েছেন বাহুবলী ভক্তরা।

ছবির প্রযোজক প্রসাদ দেবী নেনি জানিয়েছিলেন, বাহুবলির সিক্যুয়াল আসতেই পারে। কারণ এই ছবির মাধ্যমেই আরও একটা গল্প বলা যাবে। তবে সেট হবে আগেকার মতোই। আর স্টার কাস্ট যেমন ছিল থাকবে তেমনই। তবে বলাই বাহুল্য, এখন থেকেই সকলে রীতিমতো কৌতুহলী হয়ে উঠেছেন ছবিটি দেখার জন্য।

শোনা গেছে, রাজামৌলির সাথে কাজ করতে চলেছেন বলিউডের ভাইজান। সেই আভাস দিয়েছিলেন সালমান খান নিজেই। এখনো সেই নিয়ে কোন অফিশিয়াল ঘোষণা করা হয়নি। তবে এই খবর শোনার পর থেকেই ভাইজান ভক্তরা রীতিমতো দিন গুনছেন সেই ঘোষণার।

About Author