Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২০ বছরের ছোট এই বলি অভিনেত্রী প্রেমে পড়েছেন সাইফের, প্রস্তুত নবাবের তৃতীয় স্ত্রী হতেও

বলিউড জগতের এক বড় নাম সাইফ আলি খান। একাধিক হিট ফিল্মে অভিনয় করে লাখ লাখ ভারতবাসীর প্রিয় তারকা হয়ে উঠেছেন তিনি। ভারত ভূখণ্ড ছাড়িয়ে গিয়ে বিদেশের মাটিতেও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে…

Avatar

বলিউড জগতের এক বড় নাম সাইফ আলি খান। একাধিক হিট ফিল্মে অভিনয় করে লাখ লাখ ভারতবাসীর প্রিয় তারকা হয়ে উঠেছেন তিনি। ভারত ভূখণ্ড ছাড়িয়ে গিয়ে বিদেশের মাটিতেও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে সাইফ আলি খানের। জনপ্রিয়তার পাশাপাশি অর্থের কোনো অভাব নেই এই বলি তারকার। তাই তো বেশ বিলাসবহুল জীবনযাপন করে থাকেন তিনি। পাশাপাশি তারকার ব্যক্তিগত জীবন নিয়ে যথেষ্ট চর্চা চলে ইন্টারনেট দুনিয়াতে। করিনা কাপুরের সাথে তার মিষ্টি সম্পর্ক প্রায় খবরের শিরোনামে উঠে আসে।

বলিউডের অত্যন্ত মিষ্টি দম্পতির তালিকা প্রস্তুত করলে প্রথমের দিকেই থাকবেন সাইফ আলি খান এবং করিনা কাপুর। তাদের বয়সের মধ্যে বিশাল ব্যবধানে থাকলেও সম্পর্কের মধ্যে কোনো খুঁত নেই। একে অপরের প্রতি বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়া তাদের দাম্পত্য জীবনের কেমিস্ট্রিকে আরও মজবুত করে তুলেছে। তবে বয়স হলেও মেয়েদের মধ্যে বিশাল জনপ্রিয় নবাব সাইফ আলি খান। এমনকি আপনি জানলে অবাক হবেন যে এক অত্যন্ত জনপ্রিয় বলিউড অভিনেত্রী সাইফ আলী খানের উপর ক্রাশ খান। আপনি কি জানেন কে সে?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নবাব সাইফ আলী খানের বডি ল্যাঙ্গুয়েজে রীতিমতো কাবু জনপ্রিয় বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া। এতে তেমন কোনও রাখঢাক নেই। অভিনেত্রী নিজেই অনক্যামেরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে খোলাখুলি স্বীকার করেছেন যে তিনি সাইফের মোহনীয় চেহারায় হৃদয় দিয়েছেন। এমনকি কিছুদিন আগেও মিডিয়া তাকে প্রশ্ন করে যে বলিউডের কোন অভিনেতার প্রতি তাঁর ক্রাশ আছে? তখন তিনি সরাসরি উত্তর দেন যে বলিউডের মধ্যে সাইফ আলি খান তার একমাত্র ক্রাশ।

এছাড়া কপিল শর্মা শোতে গিয়ে পরিনীতি চোপড়া জানিয়েছিলেন যে তিনি সুযোগ পেলে সাইফ আলী খানকে অপহরণ করতে পারেন। তবে পরিণীতির নবাবের প্রতি এমন মনের ভাব সম্পর্কে অবগত করিনাও। এমনকি কপিল শর্মা শোতে পরবর্তী সময়ে সাইফ আলি খান গেলে তাকে পরিণীতির বক্তব্যের পুরনো ভিডিও দেখানো হয়। ভিডিও দেখে একেবারে অবাক হয়ে যান সাইফও। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথমে অমৃতা সিংয়ের সাথে বিয়ে করেছিলেন সাইফ আলি খান। অমৃতা সাইফের দুই সন্তান রয়েছে। তাঁরা হলেন সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। এরপর অমৃতা সিংয়ের সাথে বিবাহ বিচ্ছেদ হলে সাইফ আলি খান বিয়ে করেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে। বর্তমানে সাইফ-কারিনার দুই সন্তান রয়েছে। তারা হলেন তৈমুর এবং জাহাঙ্গীর।

About Author