Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সর্বনাশ! এই খারাপ অভ্যাসগুলি থাকলেই কমে যাবে পুরুষদের যৌন ক্ষমতা

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : আজকালকার ফাস্ট লাইফ, সারাদিনের কাজের স্ট্রেস, কাজের চাপ, অত্যধিক মানসিক চাপের ফলে ক্রমশই কমে যাচ্ছে জীবনের উত্তেজনা। ফলে ৩০ বছর বয়স হতে না…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : আজকালকার ফাস্ট লাইফ, সারাদিনের কাজের স্ট্রেস, কাজের চাপ, অত্যধিক মানসিক চাপের ফলে ক্রমশই কমে যাচ্ছে জীবনের উত্তেজনা। ফলে ৩০ বছর বয়স হতে না হতেই কমে যাচ্ছে জীবনের সমস্ত উত্তেজনা। এর সাথে যোগ হয়েছে আমাদের নিজেদেরই কিছু খারাপ অভ্যাস, যার ফলে আরও বেশি করে হচ্ছে এই সমস্যা। জেনে নিন এমন কিছু কাজ যেগুলো কমিয়ে দিচ্ছে আপনার যৌন ক্ষমতা।

ধুমপান ও মদ্যপানঃ ধুমপান ও মদ্যপানের ফলে এই সমস্যা সবচেয়ে বেশি হয়। চিকিৎসকরা বলছেন যাদের লিঙ্গ উত্থান না হওয়ার মতো সমস্যা আছে, তাদের শতকরা ৯০ শতাংশই অত্যধিক ধুমপান আর মদ্যপানে আসক্ত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দুশ্চিন্তাঃ মানসিক চাপ, দুশ্চিন্তা আজকাল যেন সকাল বিকালের সঙ্গী হয়ে উঠেছে। আর গবেষণা বলছে যারা যত বেশি দুশ্চিন্তা করে তাদের যৌন জীবনে ততই বেশি সমস্যা। বেশি দুশ্চিন্তার ফলে যৌনক্ষমতা অনেকটাই কমে যায়।

শরীরচর্চা না করা, ওজন নিয়ন্ত্রণ না করাঃ গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের যৌনক্ষমতা অন্যদের তুলনায় অনেকটাই বেশি। নিয়মিত ব্যায়ামের ফলে আপনার শরীরের নানারকম সমস্যা মেটার পাশাপাশি যৌনক্ষমতাও বৃদ্ধি পায়। আবার ওজন বেড়ে গেলেও যৌন মিলনের ইচ্ছা কমে যায়, কমে যায় যৌনক্ষমতাও। কিন্তু তাই বলে একদমই ওজন কম হলে আবার সমস্যা। ওজন স্বাভাবিক হওয়া সবচেয়ে ভালো।

About Author