Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আলিয়া ভাট রেগে আগুন, রেগেমেগে চরম পদক্ষেপ আলিয়ার, অবাক ফ্যানেরা

'আরআরআর' মুক্তি পেয়েছে শুক্রবার ২৫'শে মার্চ। তবে মুক্তি পাওয়ার আগেই এই ছবি কামিয়েছে কোটি টাকা। কয়েকমাস আগে থেকেই এই ছবি নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছিল। এই ছবির গান অনেক আগেই…

Avatar

‘আরআরআর’ মুক্তি পেয়েছে শুক্রবার ২৫’শে মার্চ। তবে মুক্তি পাওয়ার আগেই এই ছবি কামিয়েছে কোটি টাকা। কয়েকমাস আগে থেকেই এই ছবি নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছিল। এই ছবির গান অনেক আগেই জনপ্রিয় হয়েছে মানুষের মাঝে। এই ছবির প্রচারেও খামতি রাখেননি পরিচালক। ছবির কলাকুশলীদের নিয়ে উড়ে গিয়েছিলেন বিভিন্ন শহরে ছবির প্রচারের খাতিরে।

এই ছবি বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির যুগলবন্দী বলা যায়। এই ছবিতে রাম চরণ, জুনিয়র এনটিআর, সামুথিরাকানি, রে স্টিভেনসন, অজয় দেবগন, আলিয়া ভাটের মতো একাধিক তারকারা রয়েছেন। এই ছবির মাধ্যমে পরিচালক ভারতের একাধিক দেশপ্রেমীদের শ্রদ্ধা জানিয়েছেন। তেলুগু স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীমের জীবনকে কেন্দ্র করেই এই ছবিটি তৈরি করেছেন পরিচালক। এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই তা শোরগোল ফেলেছিল চারিদিকে। শুক্রবার এটি মুক্তি পাওয়ার পর থেকেই ধীরে ধীরে প্রতিক্রিয়া আসতে শুরু করেছিল। দর্শকরা রীতিমতো উচ্ছ্বসিত সেই ছবি দেখে, তা নিঃসন্দেহে বলা চলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে সম্প্রতি অভিনেত্রী আলিয়া ভাট এস এস রাজামৌলির উপর রেগে গেলেন ভীষণভাবে। এমনকি ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন পরিচালককে। ‘আরআরআর’এর প্রচারের সমস্ত ছবি ইতিমধ্যেই মুছে দিয়েছেন নিজের অ্যাকাউন্ট থেকে। এই ছবিতে খুব স্বল্প সময়ের জন্য দেখা গিয়েছে অভিনেত্রীকে। সম্ভবত সেটাই তার ক্ষোভের মূল কারণ। কিন্তু তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এস এস রাজামৌলি ছবিতে শুধুমাত্র হাঁটার চরিত্রেও অভিনয় করতে তিনি রাজি। শোনা যায়, তিনিই পরিচালকে তার সাথে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। সম্ভবত এই চরিত্রে অভিনয় করার জন্য প্রায় ৯ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী। তবে এই মুহূর্তে অভিনেত্রীর হঠাৎ রেগে যাওয়ার কারণ বুঝতে পারছেন না কেউই। তবে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি পরিচালক রাজামৌলি।

একদিনেই এই ছবি বক্সঅফিসে ২২৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এই ছবিটি তৈরি করতে এস এস রাজামৌলির সব মিলিয়ে ৩৩৬ কোটি টাকা লেগেছে। তবে মুক্তির পর থেকেই নিজের রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন এস এস রাজামৌলি। ইতিমধ্যেই এই ছবি বক্সঅফিসে যা আয় করেছে, তা ছবির বাজেট ছাপিয়ে গিয়েছে। তিনদিনেই এই ছবি ৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

নয়া রেকর্ড এস এস রাজামৌলির। নিজেরই পরিচালিত ছবি ‘বাহুবলি ২’এর রেকর্ড পুরোপুরি ভেঙে দিল তারই পরিচালিত ‘আরআরআর’। উল্লেখ্য এই ছবি তামিল, তেলুগু, মালায়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। হিন্দিতে এই ছবি প্রথমদিন বক্সঅফিসে ১৮ কোটি টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় দিন তা বেড়ে দাঁড়ায়, ২৬.৫ কোটি টাকা। অন্যদিকে তেলেগু ভাষায় দ্বিতীয় দিন এই ছবি বক্সঅফিসে ৩২ কোটি টাকার ব্যবসা করেছিল। এছাড়াও অন্যান্য ভাষায় এই ছবি মোট ব্যবসা করেছে ১১০ কোটি টাকার। তিনদিনে গোটা বিশ্ব জুড়ে এই ছবির মোট আয় ৫০০ কোটি টাকা, যা নিঃসন্দেহে বক্সঅফিসে নয়া রেকর্ড। বক্সঅফিসে আরো রেকর্ড ভাঙবে এই ছবি, আশায় পরিচালকসহ ছবির কলাকুশলীরা।

About Author