Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৩৫’টা ছবিতে একসাথে অভিনয় করেও রচনা ব্যানার্জীকে প্রেমের প্রস্তাব দেননি টলিউডের বুম্বাদা, আফসোস অভিনেত্রীর

রচনা ব্যানার্জী টলিউডের একসময়ের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন। তবে বর্তমানে তিনি বড়পর্দা থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে চলেন। এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় গেম রিয়্যালিটি শো…

Avatar

রচনা ব্যানার্জী টলিউডের একসময়ের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন। তবে বর্তমানে তিনি বড়পর্দা থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে চলেন। এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় গেম রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’এর সঞ্চালিকা হিসেবে দেখা যায় অভিনেত্রীকে। দীর্ঘদিন ধরে এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন অভিনেত্রী। তাকে ছাড়া ‘দিদি নম্বর ১’এর মঞ্চ অসম্পূর্ণ। এই মঞ্চে বিভিন্ন জায়গা থেকে দিদিরা আসেন নিজেদের সাফল্যের গল্প শোনাতে। উপস্থিত থাকেন তারকারাও। তাদের জন্য থাকে নানা ধরনের উপহার। তবে সম্প্রতি একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রচনা ব্যানার্জীকে বলতে শোনা গিয়েছে, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে ৩৫’টা ছবিতে অভিনয় করেছেন, কিন্তু কখনও তার সাথে প্রেমের দুটো কথা বলেননি অভিনেতা। আর সেই নিয়ে রীতিমতো আফসোস করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

বেশ কয়েকবছর আগে স্টার জলসার পর্দায় ‘অপুর সংসার’ বলে একটি রিয়্যালিটি শো শুরু হয়েছিল, যেটার সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত চলেছিল এই শো। তারপরই টেলিভিশনের পর্দায় এটি সম্প্রচারিত হওয়া বন্ধ হয়ে যায়। সম্ভবত হিন্দির কাপিল শর্মা শোয়ের অনুকরণে বানানো হয়েছিল এটি। এই মঞ্চে প্রায়ই উপস্থিত থাকতেন একাধিক তারকারা। তারা নিজেদের নিয়ে কথা বলতেন এই মঞ্চে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে এই মঞ্চেই শাশ্বত চট্টোপাধ্যায়ের সাথে অকপটে কথা বলতে দেখা গিয়েছে রচনা ব্যানার্জীকে। এই কথোপকথনের সময়ই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সম্পর্কে এমন মন্তব্য করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কথায় কথায় অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, টলিউডের বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে ৩৫’টা ছবিতে অভিনয় করেছেন রচনা ব্যানার্জী। তিনি রীতিমতো আফসোসের সাথে বলেছেন, এতগুলো ছবিতে একসাথে নায়ক-নায়িকা হিসেবেই অভিনয় করে গেলেন তারা। কখনো অভিনেতা তার পাশে এসে বসে তার হাত ধরে দুটো প্রেমের কথা বলেননি। তিনি মজার ছলেই বলেছেন, কখনো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মনে হয়নি তাকে ভালো দেখতে, তার সাথে দুটো কথা বলা যায়। তবে এই কথাগুলি অভিনেত্রী রীতিমতো মজার ছলেই বলেছিলেন, তা তার মুখ দেখেই স্পষ্ট হয়েছে। এদিন শাশ্বত চট্টোপাধ্যায়ের নানা ধরনের প্রশ্নের উত্তরে রীতিমতো সাবলীল উত্তর দিয়েছিলেন অভিনেত্রী।

অভিনেতার একটি প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হল টলিউডের শিয়াল পন্ডিত। তিনি যে ভীষণরকম বুদ্ধিমান, তা অকপটে স্বীকার করেছেন অভিনেত্রী। এমন কি তিনি এও জানিয়েছেন, অভিনেতা বেশ ভীতু। ৪০’এর উপরে স্পিডে গাড়ি চালান না তিনি। বাইরে বেশি ভিড় থাকলে বের হন না অভিনেতা। অন্যদিকে যীশু সেনগুপ্তকে গাধা বলেন অভিনেত্রী। কারণ তার মতে যীশু সেনগুপ্ত আরো অনেক আগেই সাফল্য পেতে পারতেন। আর শাশ্বত চট্টোপাধ্যায়ের সামনে বসেই অভিনেতাকে দেশি মুরগি বলেন তিনি।

About Author