Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হর্ষবর্ধনকে দেখা গেল একটি মেয়ের সাথে, চিনে নিন অনিল কাপুরের ছেলের হবু বউকে

অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর এখন মিডিয়াতে চর্চায় রয়েছেন। সম্প্রতি একটি ভিডিওর সূত্র ধরে চর্চিত হচ্ছেন তিনি। রবিবার একটি মেয়ের হাত ধরে রাস্তা দিয়ে একেবারে খোশমেজাজে হেঁটে যেতে দেখা যাচ্ছে…

Avatar

অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর এখন মিডিয়াতে চর্চায় রয়েছেন। সম্প্রতি একটি ভিডিওর সূত্র ধরে চর্চিত হচ্ছেন তিনি। রবিবার একটি মেয়ের হাত ধরে রাস্তা দিয়ে একেবারে খোশমেজাজে হেঁটে যেতে দেখা যাচ্ছে অনিল কাপুর পুত্রকে। আর সেই দৃশ্য ধরা পড়েছে পাপারাজিৎদের ক্যামেরায়। সম্প্রতি ইনস্টাগ্রামের এক পেজ থেকে সেই দৃশ্যই এখন রীতিমতো ভাইরাল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি ইনস্টাগ্রামের ‘ভুম্পলা’ নামক পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে রাস্তা দিয়ে একটি মেয়ের সাথে হাত ধরে হেঁটে যেতে দেখা গিয়েছে হর্ষবর্ধন কাপুরকে। ভিডিও ছাড়াও বেশ কয়েকটি ছবি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ভিডিওতে একেবারে কুল লুকে দেখা গিয়েছে হর্ষবর্ধনকে। তার পরনে ছিল সাদা-কালোয় একটি হালকা শার্ট ও জিন্সের একটি হাফ প্যান্ট। অন্যদিকে মেয়েটির পরনে ছিল ব্যাকলেস ও অফ-শোল্ডার ক্রপ টপ ও সাদা ট্রাউজার। তার হাতে ছিল সিগারেট। তারা যে ক্যামেরা এড়িয়ে যেতে চাইছেন তা তাদের হাবেভাবেই স্পষ্ট হয়েছে।

সম্প্রতি এই ছবিগুলি ও ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় শোরগোল পড়েছে। বেশিরভাগের মতে, প্রেম করছেন হর্ষবর্ধন কাপুর। একবার এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তিনি ভীষণ রকম একটি বোরিং মানুষ। তার অভিনয় করতে ভালো লাগে। তারপর আলোচনা করতেও ভালো লাগে। আর শেষে উধাও হয়ে যেতে ভালো লাগে। তিনি নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। তবে সম্প্রতি এই ছবি ও ভিডিওর সূত্র ধরে আবারো চর্চায় অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই একাধিক নেটিজেন নানা ধরনের প্রশ্ন করেছেন ভিডিওর কমেন্টবক্সে। কেউ সরাসরি জিজ্ঞাসা করেছেন মেয়েটি কে? আবার কেউ বলে বসেছেন, সম্ভবত ইনিই কাপুর পরিবারের বউ হতে চলেছেন। ভিডিও কিংবা ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই এমন ধরনের নানা মন্ত্যব্য চোখে পড়বে। উল্লেখ্য, খুব শীঘ্রই একসাথে কাজ করতে চলেছেন অনিল কাপুর ও তার ছেলে হর্ষবর্ধন কাপুর। ‘থার’এ একসাথে দেখা মিলবে তাদের। এই ছবি নেটফ্লিক্সে মুক্তি পাবে। অনিল কাপুর ও হর্ষবর্ধন কাপুরের সাথে ফাতিমা সানা শেখের দেখা মিলবে এই ছবিতে।

About Author