সম্প্রতি সামাইরার পুরনো একটি ইনস্টারিল এই মুহুর্তে ভাইরাল নেটমাধ্যমের পাতায়। এই রিল ভিডিওতে বাচ্চা মেয়েটিকে ‘হাওয়া হাওয়াই’ গানের সাথে এক্সপ্রেশন দিতে দেখা গিয়েছে। নিজের ঘরে একটি টুলের উপর বসে এই ভিডিওটি বানাতে দেখা গিয়েছে সামাইরাকে। ভিভিডিওতে বাচ্চাটিকে হলুদ রঙের অফ-শোল্ডার টপ ও জিন্সের হট প্যান্টে দেখা গিয়েছে। চোখে ছিল চশমা। ভিডিওটি গতবছর সেপ্টেম্বর মাসে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছিল। বর্তমানে এই ভিডিওর ভিউজ ৭৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। তার সোশ্যাল মিডিয়ার পাতায় অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তার এই ভিডিওতে তাকে প্রশংসায় ভরিয়েছেন অনেক মানুষ, তা ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।
শ্রীদেবীর ‘হাওয়া হাওয়াই’ গানে দুর্দান্ত এক্সপ্রেশন খুদে কন্যার, রইল ভিডিও
বর্তমান যুগে ইনস্টারিল বানানো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রজন্মের কাছে। সাধারণ থেকে তারকা প্রায় সকলেই রীতিমতো মজে রয়েছেন ইনস্টারিল নিয়ে। ছোট থেকে বড় সকলেই নিজের পছন্দমত গানের সাথে বানাচ্ছেন রিল…

আরও পড়ুন