Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘আমি ভাগ্যবান যে এমন পুত্রবধূ পেয়েছি’, পুত্রবধূ গিন্নির প্রশংসা করলেন কপিল শর্মার মা

'দ্যা কাপিল শর্মা শো' হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় কমেডি শো। বলিউডের জনপ্রিয় অন্যতম কমেডিয়ান হলেন কাপিল শর্মা। দীর্ঘ বেশ কয়েকবছর ধরে সফলতার সাথে এই শো চালিয়ে আসছেন কাপিল। শো…

Avatar

‘দ্যা কাপিল শর্মা শো’ হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় কমেডি শো। বলিউডের জনপ্রিয় অন্যতম কমেডিয়ান হলেন কাপিল শর্মা। দীর্ঘ বেশ কয়েকবছর ধরে সফলতার সাথে এই শো চালিয়ে আসছেন কাপিল। শো চলাকালীন কাপিল শর্মার মা প্রায়ই দর্শকের মাঝে বসে ছেলের সঞ্চালিত শো দেখেন। সম্প্রতি তেমনই একটি এপিসোডে অন-ক্যামেরা কাপিল শর্মার স্ত্রী অর্থাৎ গিনি ছাত্রাতের জমিয়ে প্রশংসা করতে দেখা গেল কমেডিয়ানের মা জানাক রানীকে।

সাম্প্রতিক একটি এপিসোডে উপস্থিত ছিলেন সঞ্জীব কাপুর, রণবীর বারার, ও কুনাল কাপুর। তাদের সঙ্গে কথা বলতে গিয়েই কাপিল শর্মার মা গিনির প্রশংসা করতে থাকেন। কথায় কথায় কাপিল শর্মা এই মঞ্চেই জানান তার মা বেগুন ভর্তা ও শাখ খুব ভালো বানাতেন। কিন্তু এখন তিনি রান্না করা ছেড়ে দিয়েছেন। এই প্রসঙ্গে কাপিলের মা জানাক রানী জানান, তিনি এখন রান্নাঘরে ঢুকে কিছু খুঁজে পান না। তার এই কথা শুনে উপস্থিত সঞ্জীব কাপুর কাপিলকে বলেন তিনি যাতে তার মায়ের জন্য রান্নাঘরটা ভালোভাবে সাজিয়ে দেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এরপরেই কাপিল শর্মার মা উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে জানান, তার ছেলের বউ অর্থাৎ গিনি তাকে কোন বাড়ির কাজ করতে দেয় না। এমনকি তার উদ্যোগেই তিনি বারবার নিজের ছেলের শো দেখতে আসতে পারেন শুটিং সেটে। এদিন এই এপিসোডে এসে নিজের ছেলের বউয়ের ভূয়সী প্রশংসা করতে দেখা গেল তাকে। তবে এই প্রথমবার নয়, এর আগেও তিনি গিনির প্রশংসা করেছেন সকলের সামনে। এমনকি তিনি এও বলেন, তার ছেলেও তার ভীষণ যত্ন করে। জানাক রানীর কথা শুনে এদিন সেখানে উপস্থিত সকলেই হাততালি দিয়ে ওঠেন।

About Author