Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আরবাজ খানের এই অভ্যাস একেবারেই পছন্দ করতেন না মালাইকা, প্রকাশ পেল সেই সত্য

বলিউডের একসময়ের চর্চিত জুটি ছিলেন আরবাজ খান ও মালাইকা আরোরা। তাদের প্রেম ও বিয়ে নিয়ে কম চর্চা হয়নি মিডিয়াতে। দীর্ঘ প্রেমের পর ১৯৯৮ সালে গাঁটছড়া বাঁধেন আরবাজ ও মালাইকা। বিয়ের…

Avatar

বলিউডের একসময়ের চর্চিত জুটি ছিলেন আরবাজ খান ও মালাইকা আরোরা। তাদের প্রেম ও বিয়ে নিয়ে কম চর্চা হয়নি মিডিয়াতে। দীর্ঘ প্রেমের পর ১৯৯৮ সালে গাঁটছড়া বাঁধেন আরবাজ ও মালাইকা। বিয়ের পর তাদের সংসার বেশ ভালোই চলছিল। একে-অপরের সাথে বেশ মানিয়ে গুছিয়ে চলছিলেন তারা। সংসারের পাশাপাশি দুজনেই নিজেদের কাজ চালিয়ে যাচ্ছিলেন। পরবর্তীকালে তাদের ছেলে আরহান খানের জন্ম হয়।

বিয়ের পর কয়েকবছর সব ঠিকঠাক চললেও ২০১৭ সালে দীর্ঘ ১৯ বছর সংসার করার পর একে-অপরের থেকে আইনি বিচ্ছেদ নিয়ে নেন তারা। শোনা যায়, যতদিন যাচ্ছিল তাদের মাঝে বিভিন্ন বিষয়ে মতবিরোধ তৈরি হতে শুরু করেছিল। বেশীরভাগ ক্ষেত্রেই তাদের মত মিলত না। সেইসময় তাদের সম্পর্কে ধীরে ধীরে তিক্ততা আসতে শুরু করে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা দুজনেই সিদ্ধান্ত নেন বিচ্ছেদ নিয়ে নেওয়ার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিচ্ছেদের পূর্বে একবার একটি চ্যাট শো’তে এই তারকা জুটি উপস্থিত হয়েছিলেন একইসাথে। সেই শো’তে তাদের দু’জনকেই জিজ্ঞাসা করা হয়েছিল একে-অপরের কোন অভ্যাসটা সবথেকে বেশি খারাপ লাগে তাদের? এর উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন, আরবাজ খান এক জায়গার জিনিস অন্য জায়গায় রেখে ভুলে যান, যার জন্য অনেকসময় তাদের সমস্যাতেও পড়তে হয়েছে। পাশাপাশি অভিনেতা জানান, মালাইকা আরোরা কখনোই ভুল করে নিজের ভুল স্বীকার করতে রাজি থাকেন না। আর তার এই অভ্যাসটা আরবাজ খানের সবথেকে বেশি অপছন্দের ছিল। তাদের সম্পর্কের মাঝে তিক্ততা বাড়তে থাকায় বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

উল্লেখ্য, বর্তমানে মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুরের সাথে সিরিয়াস রিলেশনশিপে রয়েছেন। অন্যদিকে আরবাজ খান জনপ্রিয় ইতালিয়ান মডেল জর্জিয়া আন্দ্রিয়নিকে ডেট করছেন। তবে অভিভাবক হিসেবে আরহানের প্রতি নিজেদের সমস্ত দায়িত্ব পালন করেন তারা।

About Author